তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেটের চার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল জানান, তাদের ল্যাবে রবিবার শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে সিলেটের ২৪ এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের একজন করে করোনা রোগী রয়েছেন। শনাক্তদের মধ্যে দুই চিকিৎসকও আছেন।
এদিকে, শাবির সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে সিলেটের ২৪ ও সুনামগঞ্জের ২৩ জনের করোনা ধরা পড়েছে।
এ নিয়ে রবিবার রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৮৭ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪০৩০, সুনামগঞ্জে ১৪২১, মৌলভীবাজারে ৯১৯ ও হবিগঞ্জে ১১১৭ জন রয়েছেন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেটে ১০১, সুনামগঞ্জে ১৪ এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১০ জন করে মারা গেছেন।
সিলেট বিভাগে পর্যন্ত পর্যন্ত ৩ হাজার ১০০ জন রোগী সুস্থ হয়েছেন।