সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এসএমপির মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা, সাবেক রেলমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
গ্রেপ্তার মতিউর রহমান (৫০) সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার মতিউর রহমানের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।