চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এম এম জুট মিলসের জাছাই কলোনিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত নারীর নাম আমেনা বেগম (২৫)। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. রাসেল পলাতক আছেন।
স্থানীয়রা জানায়, ১৫ থেকে ২০ দিন আগে রাসেল ও আমেনা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া কট্টাবাজার এম এম জুট মিলস এলাকায় নুর উদ্দিনের ভাড়া বাসায় উঠেন। তাদের ঘরে দুই বছর বয়সী ছেলে রয়েছে। রাত দুইটার দিকে তাদের শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা বের হয়ে দেখেন ঘর বাইরে থেকে তালা দেয়া। প্রতিবেশীরা ঘরের তালা ভেঙ্গে আমেনার লাশ দেখতে পান।
এ ব্যাপারে এএসপি আশরাফুল করিম বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার