বুধবার দুপুরে সুনামগেঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি বাড়ায় সুনামগঞ্জ শহরের নবীনগর, কাজির পয়েন্ট, উকিলপাড়া ও উত্তর আরিপ নগর, পশ্চিম হাজিপাড়া, পূর্ব ও পশ্চিম নতুনপাড়া, কালিপুর আবাসিক এলাকা প্লাবিত হয়ে গেছে।
এদিকে জেলা শহরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ছাতক উপজেলা সরাসরি সড়ক যোগযোগ বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানান, ভারতে ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। আরও দুয়েকদিন উজানে বৃষ্টিপাত হবে। সেখানে বৃষ্টিপাত বন্ধ হলে পরিস্থিতির উন্নতি হবে।
জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ত্রাণ ও দুর্যোগ কমিটির জরুরি বৈঠক করা হয়েছে। পানিবন্দী মানুষজন যাতে আশ্রয় নিতে পারে এজন্য জেলায় প্রায় তিন শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারও মজুদ রাখা হয়েছে।