বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন পূর্ব বিভাগ থেকে ২৪ বছর বয়সী এক জেলের কাটা মাথা উদ্ধার করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সকালে তুলাতলা এলাকা থেকে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে শিপার হাওলাদারের মাথা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
বন কর্মকর্তা জানান, গত বুধবার অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে প্রবেশ করে নিখোঁজ হন শিপার। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করে তার মাথা উদ্ধার করে।
ঘটনাস্থলের কাছে বেশ কয়েকটি বাঘের পায়ের চিহ্ন পাওয়া গেছে। বন কর্মকর্তাদের সন্দেহ- বাঘটি জেলেকে আক্রমণ করেছিল এবং তার পুরো শরীর খেয়ে ফেলেছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিপারের মুখ বিকৃত ছিল এবং শনাক্ত করা কঠিন ছিল। তবে তার বাবা তার জামাকাপড় দেখে তার ছেলেকে শনাক্ত করেছিলেন। ছিন্নভিন্ন মাথাটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: গোয়ালন্দে সাড়ে ৫ লাখ টাকার চায়না জাল ধ্বংস, ৫ জেলেকে জরিমানা