সুন্দরবনের খাল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে শরণখোলা উপজেলাধীন সুন্দরবনের কচিখালী এলাকার একটি খাল থেকে বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।
তবে বাঘটি কি কারণে মারা গেছে তা জানাতে পারেনি বন বিভাগ। মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার বনের কচিখালী কার্যালয়ে বাঘটির ময়নাতদন্ত করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে গত ৫ বছরে বাঘের সংখ্যা বেড়েছে
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, বাঘের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এছাড়া বাঘটির শরীরে কোন আঘাত বা গুলির চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে বন কর্মকর্তার ধারণা করছেন যে- বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাঘটি।
বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছাহেব আলী জানান, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুন্দরবনের কচিখালী স্টেশনে গিয়ে মৃতবাঘটির ময়নাতদন্ত করেছে। সংগ্রহ করা বাঘের বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর বাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প, ব্যয় হবে প্রায় ৩৬ কোটি টাকা
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করার পর বাঘটির ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি সুন্দরবনের দুবলার চরের কাছে রুপার খাল থেকে মৃত অবস্থায় একটি বাঘ উদ্ধার করেছিল বন বিভাগ।
২০২১ সালের মার্চে সুন্দরবন পূর্ব বিভাগের ভোলা নদীর ধনচেবাড়িয়ার চর থেকে মৃত অবস্থায় একটি বাঘ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে আরও গবেষণা প্রয়োজন: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি
এর আগে ২০২০ সালের জুলাই মাসে মাত্র সাড়ে পাঁচ মাসের ব্যবধানে সুন্দরবন পূর্ব এবং পশ্চিম বিভাগের আওতাধীন এলাকায় বনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল দুইটি বাঘ। পরে বন বিভাগের সদস্যরা ওই মৃত বাঘ দু’টি উদ্ধার করে।