আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব রুহুল আমিন।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ ঈদ উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ঈদের ছুটি শেষে ১৫ জুন সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
ছুটির বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দরের কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান রুহুল আমিন।