স্ত্রীকে ফিরিয়ে আনতে বলায় মায়ের সামনে বিষপানে বাদল মল্লিক (৩৪) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বাদল মল্লিক গাংনী পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া এলাকার পচা মল্লিকের ছেলে।
শনিবার (১৪ জুন) আনুমানিক রাত ১০টার দিকে বাদল মল্লিক বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
বাদল মল্লিকের মা ঘিনা খাতুন বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই মাস আগে বাদল তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তাকে বারবার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার সামনে বিষপান করে।’ তিনি আরও বলেন, ‘এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাদল মল্লিকের লাশ উদ্ধার করা হয়েছে।