মাগুরা শহরের তাঁতীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তাকে এক বন্ধু ডেকে নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে নিজ বাড়ির টিনের চাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন (১৮) মাগুরা পলিটেকনিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি তাঁতীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১ জুন) রাত ১০ টার দিকে আল আমিনকে বাসা বাসা থেকে ডেকে নিয়ে যান তার এক বন্ধু। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে প্রতিবেশিরা তাদের টিনের চালের ওপর একটি লাশ দেখতে পেয়ে তার বাবাকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী।
তিনি জানান, নিহত আল আমিনের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। পূর্বশত্রুতার কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ টিনের চালে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। এ ঘটনার রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনতে তদন্ত চলছে বলে জানান তিনি।