হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামে শনিবার ঈদের দিন দিবাগত রাতে এক গৃহবধূকে গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে।
এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
নিহত ছালেমা বেগম (৪৫) সাত সন্তানের জননী ও ওই এলাকার কৃষক মিলন মিয়ার স্ত্রী।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, শনিবার রাতে ছালেমা বেগম তার মেয়ে শান্তাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে মেয়ের চিৎকার শুনে পাশের ঘরে ঘুমিয়ে থাকা মিলন মিয়াসহ প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখতে পান ছালেমা বেগমের গলাকাটা ও শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে নবীগঞ্জ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
খুব শিগগিরই ঘটনার রহস্য বের হবে বলে আশাবাদী সার্কেল সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধূরী।
ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।