বন্যায় জেলার প্রায় ১ হাজার হেক্টর জমির আউশ ধান ও শাকসবজি বিনষ্ট হয়েছে।অপরদিকে ৪০০ খামারের মাছ ভেসে গেছে।
জেলা কৃষি পুনর্বাসন অধিদপ্তর সূত্র জানায়, জেলার ৯টি উপজেলার মোট ৭৮৪ হেক্টর আউশ ও ১৬৬ হেক্টর শাকসবজি খেত বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং, নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায়।
আরও পড়ুন: হবিগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার উপরে, আশ্রয়কেন্দ্রে ৫৫ পরিবার
বানিয়াচং উপজেলায় ২৬০ হেক্টর, চুনারুঘাটে ২১০ ও নবীগঞ্জে ১৩০ হেক্টর আউশ ধান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল রহমান মজুমদার জানান, ৩০০-৪০০ খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনো সঠিক হিসেব নির্ণয় করা হয়নি।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, বন্যার পানি ক্রমান্বয়ে কমছে। কুশিয়ারা নদীর শেরপুর ও বানিয়াচং পয়েন্টে কয়েক সেন্টিমিটার কমেছে। তবে আজমিরীগঞ্জ উপজেলার কালনী কুশিয়ারা অপরিবর্তিত রয়েছে। এপর্যন্ত জেলায় ৫১০ টন চাউল ২৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।