হবিগঞ্জে ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত ফারজানার স্বামী নুর আলী এখন পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফারজানা চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামের আছকির মিয়ার মেয়ে। প্রায় ৪ বছর আগে একই উপজেলার লাদিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র নুর আলীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে।
ফারজানার মা আছমা বেগম জানান, তার মেয়ে স্বামীসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন শিমুলতলা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। ফারজানা ও নুর আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। নুর আলী ফারজানাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সংকটাপন্ন অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর নুরও একই অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।