বুধবার রাতে নিহতের বাবা ও চাচাকে দড়ি দিয়ে বেঁধে আড়াই লাখ টাকাও ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।
নিহত জরিপ মৃধা (৩৬) নাটোরের সিংড়া উপজেলার আলাল মৃধার ছেলে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নাটোরের সিংড়া থেকে তিন গরু ব্যবসায়ী বুধবার রাজশাহী সিটি হাটে গরু কিনতে এসেছিলেন। তাদের কাছে প্রায় আড়াই লাখ টাকা ছিল। কিন্তু পছন্দ না হওয়ায় হাট থেকে গরু না নিয়েই তারা রাতে বাড়ি ফিরছিলেন।
পরে কোনো যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকে উঠে পড়েন। ট্রাকটি সিটি বাইপাস থেকে শাহ মখদুম থানা এলাকায় পৌঁছালে আরও তিনজন ওই ট্রাকে ওঠে। এ সময় তিন দুর্বৃত্ত জরিপের বাবা ও চাচাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এক পর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে জরিপের মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় তাদের কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন এলাকা ঘুরে কুখণ্ডী বাইপাস এলাকায় গিয়ে ওই তিনজনকে ট্রাক থেকে ফেলে দেয়া হয়।
এ সময় কাটাখালি থানার একটি টহল টিম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা ওই তিনজনকে পড়ে থাকতে দেখে কাছে যায় এবং সব ঘটনা জানতে পারে।
পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে জরিপের বাবা ও চাচা পুলিশি হেফাজতে রয়েছেন।