দিনাজপুরের হিলিতে লোহার খনির মজুদ ও পরিধি যাচাইয়ে আবারও কূপ খনন শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
বুধবার উপজেলার ভাটরা এলাকায় তৃতীয় কূপ খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
জিএসবি মহাপরিচালক মঈন উদ্দিন আহম্মেদ, পরিচালক (অপারেশন) নিজাম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, ইউএনও আবদুর রাফিউল আলম ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
জিএসবি সূত্র জানায়, ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে দ্বিতীয় পর্যায়ে কূপ খনন করে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নিচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়। যার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে আবিষ্কৃত হয় লোহার খনি। এতে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতিও রয়েছে। এ অবস্থায় খনির মজুদ ও পরিধির সঠিকতা যাচাইয়ে আবারও খনন কাজ শুরু হয়েছে।