‘বাংলাদেশে কেউ ভূমি ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় সকল ব্যবস্থা গ্রহণ করেছে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি বলেছেন, আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারের জন্য দুই শতক জায়গা এবং দুই লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে একটি ঘর করে নির্মাণের কাজ শুরু হয়েছে। সারাদেশে তৃতীয় দফায় ৫০ হাজার গৃহহীনদের জন্য ১২০ কোটি টাকা ব্যায়ে গৃহ নির্মাণ শুরু হয়েছে।
শনিবার মাগুরা জেলা সার্কিট হাউজ মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশে কেউ ঘরহীনও থাকবে না: কৃষিমন্ত্রী
তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় তৃতীয় ফেজে গৃহীত প্রকল্পে ৫০ হাজার গৃহ নির্মাণ করা হচ্ছে। মোট ঘরের মধ্যে মাগুরা জেলার চারটি উপজেলায় ২৪৪ টি গৃহ নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।