১৯ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রতিষ্ঠার পর থেকে এত টাকা রাজস্ব আদায় করা হয়নি।
মঙ্গলবার বিকালে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এই তথ্য জানান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আরও পড়ুনঃ রাজস্ব আদায়ের লক্ষমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে এনবিআর
তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরে বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয় হয়েছে ৭৭ কোটি ৩৪ লক্ষ ৩১ হাজার ৫৪৭ টাকা। যা গত ১৯ বছরে মধ্যে সর্বোচ্চ। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় ছিল ৫৩ কোটি ৬০ লক্ষ ৩৭ হাজার ৩১৭ টাকা।
তবে ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আয়ের আশা প্রকাশ করেন মেয়র সাদিক।
আরও পড়ুনঃ যশোরে দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা কারাগারে
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ২০২১-২২ অর্থবছরে ৪১৫ কোটি ৭২ লক্ষ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তবিত বাজেট ঘোষণা করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এটি সিটি করপোরেশনের ১৯ তম বাজেট এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর তৃতীয় প্রস্তাবিত বাজেট।