জয়পুরহাটে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মিছিল, অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে চিনিকল শ্রমিকরা।
জেলা চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে মঙ্গলবার সকাল ১০টায় মিলের প্রধান ফটকের সামনের সড়কসহ অফিস চত্বরে মিছিলসহ ব্যবস্থাপনা পরিচালকের অফিস ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এসময় শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে তিন মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবু বকরকে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করেন। পরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে তালা খুলে দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহ-সভাপতি সমলেম হোসেন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিম আহমেদ প্রমুখ।