সোমবার বিকাল সাড়ে ৫টায় একজন ট্রাক শ্রমিক বঙ্গবন্ধু সেতু থেকে ফোন করে জানান, তিনি ব্রিজের ওপর চলন্ত ট্রাক থেকে দেখতে পান ব্রিজের মাঝামাঝি ৬ নম্বর পিলারের কাছাকাছি নীচে নদীতে একটি নৌকা ডুবে গিয়ে ছয়-সাতজন লোক বস্তা ধরে ভাসছে, তারা চিৎকার করছিল তাদেরকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য। নদীতে তীব্র স্রোত এবং ঢেউয়ে তারা বারবার পানিতে ডুবে যাচ্ছিল আবার ভেসে উঠছিল। তিনি ৯৯৯ এর কাছে তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে ‘বঙ্গবন্ধু সেতু’ পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে কথা বলিয়ে দেয়।
সংবাদ পেয়ে ‘বঙ্গবন্ধু সেতু’ পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
পরে ‘বঙ্গবন্ধু সেতু’ পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মান্নান ৯৯৯ কে ফোনে জানান, তারা ছয়জন নৌকা আরোহীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
নৌকা আরোহীদের একজন সিরাজগঞ্জ সদরের বাসিন্দা আল আমিনের (২৫) ভাষ্যমতে, তারা ছয়জন নৌকা নিয়ে সিরাজগঞ্জের বড়টিয়া চরে গিয়েছিলেন গরুর ঘাস কাটতে। ঘাস কেটে ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, তীব্র স্রোতে ও প্রবল ঢেউয়ে তাদের নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ৬ নম্বর পিলারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়, তারা ঘাসের বস্তা ধরে ভেসে থাকার চেষ্টা করছিলেন।
ইন্সপেক্টর মান্নান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে উদ্ধার তৎপরতা চালাতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল এবং ঝুঁকি নিতে হয়েছিল।