মামলার আসামি
বিএনপি নেতা কামাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল (৪৪) হত্যা মামলায় এজহারভুক্ত আসামি কুটিকে (২৪) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ।
কুটি সিলেট নগরের বড়বাজার গোয়াইপাড়া এলাকার মৃত নূর মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আজবাহার আলী শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কুটিকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিত জানায়নি পুলিশ। কুটি বিএনপি নেতা কামাল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিহত কামালের বড় ভাই ময়নুল হক হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজিজুর রহমান ওরফে সম্রাটকে (৩৫) প্রধান করে ১০ জনের নাম উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সিলেটে কামাল হত্যা: ছাত্রলীগ নেতা সম্রাটসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
এ ছাড়াও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়। অভিযুক্ত সম্রাট জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তবে তার দলীয় পদপদবি নেই।
রবিবার (৬ নভেম্বর) রাত সোয়া আটটায় নগরের আম্বরখানা এলাকায় খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। এরপর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এ খুনের পেছনে সরকারদলীয় সংগঠনের নেতা-কর্মীরা জড়িত। ওই রাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের একটি বিক্ষোভ মিছিল থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণ, ব্যানার, ফেস্টুন ভাঙচুরের অভিযোগ ওঠে।
ভাঙচুরের খবর পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভাঙচুরকারীদের ধাওয়া দেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় একটি প্রাইভেট কার ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পোড়ানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এদিকে, আ ফ ম কামাল হত্যার জেরে সিলেটে ছাত্রদলের মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার দিনে কতোয়ালি থানা পুলিশ তাদের আটকের পর মঙ্গলবার বিকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে কামাল হত্যার প্রতিবাদ জানিয়ে ফখরুলের বিবৃতি
২ বছর আগে
যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান আর নেই
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. গিয়াস উদ্দিন খান (৮০) মারা গেছেন। সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গিয়াস উদ্দিন ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে।
আরও পড়ুন: মাঙ্কিপক্সের বিরুদ্ধে প্রস্তুত ঢাকা মেডিকেল হাসাপাতাল: উপাচার্য
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সুত্রে জানা গেছে, এই বন্দিকে ২০১৯ সালের ২০ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গিয়াস উদ্দিনের ব্লাড পেশার লো হওয়ার কারণে কারা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে ১৩ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুনরায় ফেরত আনা হয়। ২৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৯ টায় বন্দির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় জরুরি ভিত্তিতে ঢামেক হাসপাতালে পাঠানো হয়, সেখানে সোমবার সকাল ১০ টায় তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসক মৃত্যুর কারণ হিসাবে বন্দির নিম্ন রক্তচাপ উল্লেখ করা হয়েছে।
বাচ্চু মিয়া জানান, পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেলে হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২ বছর আগে
চট্টগ্রামে ১৬ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে ১৬ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
গ্রেপ্তার মো. আমীর হোসেন জীবন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে উপজেলার সাবানঘাটা এলাকায় অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের করা ১৬ মামলার আসামি এবং ডাকাতির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জীবনকে আটক করতে সক্ষম হয়। জীবন হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে এবং গ্রেপ্তার এড়াতে নগরীর অন্য এলাকায় আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ বছর আগে
নড়াইলে স্ত্রীর সামনে ১৩ মামলার আসামিকে কুপিয়ে ‘হত্যা’
নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ ১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পূর্বদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল খান (৪০) উপজেলার কুমড়ি গ্রামের বদির খানের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোহেল স্ত্রীসহ তার শ্বশুর বাড়ির উঠানে বসে গল্প করছিলেন। বাড়ির পাশে হঠাৎ শব্দ পেয়ে সেদিকে ছুটে যান তিনি। এ সময় সাত জন লোক সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাজিয়া সুলতানা ঠেকাতে গেলে তিনি ডান হাতে আঘাত পান।
আরও পড়ুন: প্রেমিকার ঋণ শোধ করতেই নাটোরে ব্যবসায়ীকে হত্যা
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, নিহত সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন। নড়াইল সদর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
২ বছর আগে
গ্রেপ্তার এড়াতে পেট্রোল ঢেলে আসামির আত্মহত্যা!
সিরাজগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে ১১ মামলার এক আসামি শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করেছেন।
৩ বছর আগে
বগুড়ায় ‘সন্ত্রাসীকে’ কুপিয়ে হত্যা
বগুড়া সদরের শহরতলীর সাবগ্রাম হাট দুর্গা মন্দিরের সামনে রবিবার রাতে ৫ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
খুলনায় হত্যা মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামির বাড়ি থেকে দুটি দেশীয় ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ।
৪ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ‘ধর্ষণ’ মামলার আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ‘ধর্ষণ’ মামলার আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ‘আসামি’ নিহত: পুলিশ
পাবনার সাঁথিয়া উপজেলায় সোমবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
৪ বছর আগে
বাগেরহাটে শিশু রিফাত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
বাগেরহাটের চিতলমারীতে পাঁচ বছরের শিশু রিফাত তালকুদার হত্যা মালায় পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৪ বছর আগে