করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মাদারীপুর সীমান্ত সংলগ্ন ফরিদপুরের দুটি উপজেলার পাঁচ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
ইউনিয়নগুলো হলো সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাসিরপুর এবং ভাঙ্গা উপজেলার কালামৃধা, আজিমনগর ও চান্দ্রা ইউনিয়ন।
জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ‘মাদারীপুর সীমান্তের এসব ইউনিয়নকে অন্যান্য এলাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা অব্যাহত থাকবে।’
জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার পর্যন্ত বিভিন্ন উপজেলায় ১ হাজার ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ায় ২১৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে।’