বাংলা ট্রিবিউন
রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছেন একাত্তর টিভির পারভেজ ও বাংলা ট্রিবিউনের শাহেদ
একাত্তর টিভির বিশেষ প্রতিবেদক মুফতি পারভেজ নাদির রেজা এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছেন। ব্রডকাস্ট ও প্রিন্ট মিডিয়া বিভাগে তাদের অসামান্য প্রতিবেদনের জন্য উন্নয়ন সাংবাদিকতায় প্রথমবারের মতো তারা এ পুরস্কার লাভ করেন।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সে’ এ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া ব্রডকাস্ট বিভাগে নাগরিক টিভির আবদুল্লাহ শফি, এটিএন নিউজের আহমেদ ফজলে রাব্বি, এবং প্রিন্ট ও অনলাইন বিভাগে দৈনিক কালের কণ্ঠের জেসমিন পাপড়ি, দৈনিক কালের কণ্ঠের গৌরাঙ্গ নন্দী তাদের প্রতিবেদনের জন্য মনোনীত হয়েছেন।
দুই বিজয়ী পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট এবং মনোনীতদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়েছে।
গত মাসে রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জাতীয় প্রেসক্লাবে রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর ঘোষণা দিয়েছিলেন। যাতে রোটারির সাতটি ক্ষেত্র যেমন-নিরাপদ পানি ও স্যানিটেশন, শিশু ও মাতৃত্ব, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি,শিক্ষা এবং সংক্রমণ খাতের উন্নয়ন সাংবাদিকতার জন্য এ অ্যাওয়ার্ড দেয়ার কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা
২ বছর আগে
সাংবাদিক আরিফুলকে ভ্রাম্যমাণ আদালতে দেয়া সাজা হাইকোর্টে স্থগিত
কুড়িগ্রামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিক আরিফুল ইসলামকে দেয়া ছয় মাসের সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
৪ বছর আগে