স্কুল শিক্ষক
নওগাঁয় বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষকের পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
নওগাঁর আত্রাইয়ে আবুল হোসেন নামে স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী আবুল হোসেন উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আরও পড়ুন: নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিস সহকারীর মৃত্যু : অভিযোগ পরিবারের
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আবুল হোসেন বিকালে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় থেকে ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে মারধর করে দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্ত বিচার চাই।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামড়ার সঙ্গে লেগে আছে। তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার খবর পেয়েছি, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
নওগাঁয় একই ঘর থেকে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার
১ বছর আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত এবং এক নারী আহত হয়েছেন। রবিবার দুপুরে হোমনা কৃষি ইনস্টিটিউটের নিকটে ঘটনাটি ঘটে।
নিহত মাওলা হোসেন (৩৩) উপজেলার ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ঘনিয়ারচর গ্রামের আবদুস সালামের ছেলে।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আহত দিপালী বেগম (৪৫) উপজেলার বাগমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে হোমনা কৃষি ইনস্টিটিউটের নিকটে কুমিল্লাগামী একতা সার্ভিসের একটি বাস গৌরীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকসাকে মুখোমুখি চাপা দিলে শিক্ষক মো. মাওলা ও দিপালী বেগম আহত হন।
মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত শিক্ষক এবং হাত, পায়ে আঘাতপ্রাপ্ত আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষক মাওলাকে ঢাকায় রেফার এবং আহত দিপালী বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন সুলতানা সুমি বলেন, শিক্ষক মাওলা হোসেন মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক আবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত নারী দিপালী বেগমকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।
আরও পড়ুন: উলিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
১ বছর আগে
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও দুই গরু ব্যবসায়ী নিহত এবং ১৫ জন আহত হয়েছে। রবিবার বিকালে কামারখন্দার সীমান্ত বাজার এলাকায় ‘রিজভী পরিবহন’-এর একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ৪০ বছর বয়সী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত শামসুল আলম উপজেলার বলরামপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্কুলশিক্ষক শামসুল আলম মোটর সাইকেল নিয়ে মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রিজভী পরিবহন নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপর একটি দুর্ঘটনায়, উল্লাহপাড়ার হাটিকুমরুল এলাকায় রবিবার ‘ন্যাশনাল ট্রাভেলস’- নামের একটি যাত্রীবাহী বাস এবং একটি গরুভর্তি নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার চাইখোলা গ্রামের ঠান্ডু বেপারী (৩৫) ও একই এলাকার আব্দুস সামাদ (৪০)।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি নসিমনের সঙ্গে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।
১ বছর আগে
কিশোরীর আত্মহত্যা: নড়াইলে স্কুল শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলের কালিয়ায় এক কিশোরীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি স্কুল শিক্ষকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর বাবা।
নিহত শ্রাবনী (১৪) উপজেলার কলাবাড়িয়া গ্রামের এস এম মোস্তাইন হোসেনের মেয়ে।
আরও পড়ুন: ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
মামলার অভিযোগ, নিহত শ্রাবনী প্রতিবেশী মকিদ সরদারের ছেলে যুবা সরদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শ্রাবনীর শারীরিক সমস্যা দেখা দেয়। শ্রাবনী ও তার খালাতো বোন ঘটনাটি যুবা ও তার পরিবারকে জানাতে গেলে প্রেমিক যুবা, তার বাবা মকিত সরদার ও মা ছমিরণ বেগমসহ একই গ্রামের স্কুল শিক্ষক হেমায়েত সরদার তাকে ভৎসনা করে। লোক লজ্জার ভয়ে ও প্রেমিকের কাছ থেকে প্রতারিত হয়ে গত ২৬ এপ্রিল শ্রাবনী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে শ্রাবনীর বাবা মোস্তাইন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার নড়াইলের নড়াগাতী বিজ্ঞ আমলী আদালতে যুবা, মকিত সরদার, ছমিরণ বেগম ও হেমায়েত সরদারকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই যশোরের ওপর ন্যস্ত করেছেন।
আরও পড়ুন: জেব্রা মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে
উপজেলার তালুকদার পাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, অসৎ উদ্দেশ্যে হয়রানি ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে আমাকে আসামি করা হয়েছে। আমি এ ঘটনার কিছুই জানি না।
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে বিষপানে স্কুল শিক্ষকের `আত্মহত্যা’
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রবিবার (২ মে) বিষপানে এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত জেবুন নেছা (৪৫) সৈয়দপুর ছোট বেগুনবাড়ি গ্রামের আশরাফুল হকের স্ত্রী ও উপজেলার বসভাঙ্গা বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আরও পড়ুন:মাগুরায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
সৈয়দপুর ইউপি চেয়ারম্যান ইকরামুল হক জানান, ওই স্কুল শিক্ষকের বিষপানে মৃত্যু হয়েছে। শিক্ষক জেবুননেছা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: ছোট ভাইকে হত্যার পর সাতক্ষীরায় বড় ভাইয়ের ‘আত্মহত্যা’
এব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, নিহত স্কুল শিক্ষিকার স্বামী ও তার পরিবারে পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে ছেলের সাথে অভিমান করে মায়ের `আত্মহত্যা’
৩ বছর আগে
বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভোলায় স্কুল শিক্ষকসহ নিহত ২
সদর উপজেলার ইলিশা সড়কে ব্যারিস্টারের কাচারি এলাকায় সোমবার সকালে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।
৩ বছর আগে
বগুড়ায় করোনায় স্কুল শিক্ষকসহ ২ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একজন নারীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
পিরোজপুরে আগুনে পুড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে শুক্রবারি রাতে আগুনে পুড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে