বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একজন নারীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বাসিন্দা ও বুড়ইল বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী (৫৭) ও বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা আইনুন নাহার (৫৪)।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, গত ২৪ জুন দুপুরে শ্বাসকষ্ট নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী হাসপাতালে ভর্তি হন। পরদিন তার করোনা শনাক্ত হয়। শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও খায়রুল বাশার মোমিন জানান, বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা আইনুন নাহার করোনায় আক্রান্ত হয়ে ১ জুলাই করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে তার উচ্চচাপ বেড়ে যাওয়ায় এবং করোনায় সংক্রমিত হয়ে শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।