গত কার্যদিবসে পতনের বড় ধাক্কার পর নববর্ষের ছুটি কাটিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার, লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে, কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ এপ্রিল) লেনদেনের প্রথম দুই ঘন্টায় কমেছে সবকটি সূচক।
প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট, শরীয়াভিত্তিক ডিএসইএস ৬ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ১১ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী। ১১৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ২০৭ কোম্পানি, ৭৪ কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সূচকের বড় পতন দেখল পুঁজিবাজার
দিনের প্রথমাংশে ডিএসইতে শেয়ার এবং ইউনিটের মোট লেনদেন ২৪০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে বড় পতনের মধ্যে দিয়ে। প্রথম দুই ঘন্টায় সার্বিক সূচক কমেছে ৫৪ পয়েন্ট।
সিএসইতে লেনদেন অংশ নেয়া ১৩৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫, কমেছে ৭৮ এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে ৩ কোটি ৫০ লাখ টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।