সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে, সূচক হারিয়েছে দুই বাজারই। সপ্তাহের শুরুতে পতন দিয়ে শুরু হওয়া পুঁজিবাজার এখনো সেই একই ধারা অব্যাহত রেখেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ এপ্রিল) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট করে।
পুঁজিবাজারের প্রথমার্ধে লেনদেন হয়েছে ১৮০ কোটি টাকা। দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
আরও পড়ুন: পতনের ধারা যেন থামছেই না পুঁজিবাজারে
২০৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫৮ কোম্পানির শেয়ারের দাম।
একই দশা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), লেনদেনের শুরুতেই সার্বিক সূচক কমেছে ৭০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১৬৩ কোম্পানির মধ্যে ৪১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
দিনের প্রথমার্ধে সিএসইতে ২ কোটি ৭৫ লাখ টাকার ওপর লেনদেন হয়েছে।