বসুন্ধরা গ্রুপ
রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ চুক্তি জিতল বসুন্ধরা গ্রুপ
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আট মিলিয়ন টন কয়লা সরবরাহের চুক্তি জিতেছে বসুন্ধরা গ্রুপ। সরকারি সূত্রে জানা গেছে, তিনটি কোম্পানি কয়লা সরবরাহের জন্য দরপত্র জমা দিয়েছে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির(প্রা.) (বিআইএফপিসিএল) এক শীর্ষ কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছে, ‘আইসিআই-২-এর সূচকের অধীনে বিদ্যুত কেন্দ্রের জেটি পর্যন্ত পণ্য পৌঁছানোর জন্য বসুন্ধরা লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতি মেট্রিক টন কয়লা ২৩২ দশমিক ৩৩ ডলার প্রস্তাব করে।
বিআইএফপিসিএল কয়েক মাস আগে দরপত্র আহ্বান করেছিল এবং তিনটি কোম্পানি-স্থানীয় বসুন্ধরা, আকিজ এবং দুবাই-ভিত্তিক কমোডিটি ফার্স্ট-- কয়লা সরবরাহ চুক্তি জেতার জন্য তাদের নিজ নিজ দরপত্র জমা দেয়।
সোমবার দরপত্রগুলো খোলা হয় এবং বসুন্ধরা প্রথম সর্বনিম্ন মেট্রিক টন কয়লার মূল্য ২৩২ দশমিক ৩৩ প্রস্তাব করে এবং কমোডিটি ফার্স্ট প্রতি মেট্রিক টন ২৩৪ ডলার প্রস্তাব করে দ্বিতীয় সর্বনিম্ন হয় এবং আকিজ গ্রুপ প্রতি মেট্রিক টন ২৮২ ডলার মূল্যে কয়লা সরবরাহের প্রস্তাব দেয়।
এর আগে, বসুন্ধরা গ্রুপ দক্ষিণ বাগেরহাট জেলার রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের (২*৬৬০ মেগাওয়াট) জন্য সীমিত তিন লাখ মেট্রিক টন কয়লা সরবরাহের জন্য প্রথম দরপত্র জিতেছিল।
সে সময় যৌথ উদ্যোগে দুটি সহযোগী সংস্থা বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড(বিএফবিআইএল) এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল)-বিআইএফপিসিএল-এর আন্তর্জাতিক টেন্ডারে অংশগ্রহণ করে টেন্ডার জিতেছিল।
মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআএফপিসিএল) বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) এর মধ্যে ৫০:৫০ যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল। গত বছরের ২৩ ডিসেম্বর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে।
যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারের বিপিডিবি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করে এনটিপিসি।
আরও পড়ুন: কয়লার অভাবে ৮ দিন ধরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ
২০১০ সালে ঢাকা ও দিল্লি যৌথ উদ্যোগে প্ল্যান্টটি নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং প্ল্যান্টটি নির্মাণে প্রায় ১৩ বছর সময় লেগেছিল।
বিপিডিবি প্ল্যান্টের পুরো আউটপুট ২৫ বছরের জ্বালানি ক্রয় চুক্তির (পিপিএ) অধীনে ক্রয় করবে। কিন্তু বিপিডিবি এখনও তার বাণিজ্যিক কার্যক্রমের তারিখ (সিওডি) নিশ্চিত করেনি।
চুক্তি অনুযায়ী বিপিডিবি তার বিরতিহীন কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট হলেই সিওডি শুরু হবে।
বিআইএফপিসিএলের প্রধান ক্রয় কর্মকর্তা (সিপিও) জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে আট মিলিয়ন মেট্রিক টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা দুটি ইউনিটের তিন বছরের চাহিদা পূরণ করবে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে বা মোংলা বন্দরে সম্ভাব্য সুবিধার ওপর নির্ভর করে কয়লা আনলোড করা হবে এবং তারপর পাঁচ হাজার মেট্রিক টন থেকে তিন হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ছোট জাহাজের মাধ্যমে প্ল্যান্টের জেটিতে নিয়ে যাওয়া হবে।
ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
বসুন্ধরা গ্রুপের মতে, স্থানীয় সংস্থা, বসুন্ধরা মাল্টি ট্রেডিং সরকারি-বেসরকারি প্রকল্পের জন্য উচ্চমানের কয়লা এবং পাথর সরবরাহের জন্য ২০১৮ সালে যাত্রা শুরু করে।
বসুন্ধরা ওয়েবসাইটে বলেছে, কোম্পানিটি তার পরিষেবা এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে একটি শক্তিশালী সাপ্লাই চেইন নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এই খাতে একটি নেতৃস্থানীয় উদ্যোগতায় পরিণত হয়েছে।
আরও পড়ুন: রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারত-বাংলাদেশ বন্ধুত্বের দৃঢ় বহিঃপ্রকাশ: প্রণয় ভার্মা
১ বছর আগে
মুনিয়া হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২১ নভেম্বর
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ ঠিক করেন।
আরও পড়ুন: মুনিয়া হত্যা: আনভীর কেন গ্রেপ্তার হচ্ছে না জানতে তদন্ত কর্মকর্তাকে তলব
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী-শিশু) সাইফুর রহমান বিষয়টি জানান।
মুনিয়ার মৃত্যুর ঘটনায় ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলায় আনভীর ও তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া ৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ‘হত্যা ও ধর্ষণের’ মামলা করেন।
ওই দিন ঢাকার আট নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরুজা পারভীন বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুন: মুনিয়া হত্যা মামলায় মডেল পিয়াসার ২ দিনের রিমান্ড
বসুন্ধরার এমডি আনভীরের পাশাপাশি তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা ও শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহিম আহমেদ রিপনকে এ মামলায় আসামি করা হয়।
৩ বছর আগে
মুনিয়া হত্যা: আনভীর কেন গ্রেপ্তার হচ্ছে না জানতে তদন্ত কর্মকর্তাকে তলব
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ বাকি সাত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পাশাপাশি মুনিয়া কার দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছিলেন, সেটি নিশ্চিত হতে এতদিনেও প্রধান আসামি ভিকটিমের প্রেমিক আনভীরের ডিএনএ ম্যাচিং করা হয়নি। গুলশানের যে বাসায় মুনিয়া থাকতেন, সেই বাসা ও আশপাশের ভবনের সিসি ক্যামেরার পর্যাপ্ত ফুটেজ জব্দও করেনি পুলিশ। গত বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৮ এ এসব অভিযোগ করেন বাদীপক্ষের আইনজীবীরা। বিষয়টি আমলে নিয়ে তদন্তের অগ্রগতিসহ এসব প্রশ্নের জবাব দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১০ অক্টোবর আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য তলব করেছেন ট্রাইব্যুনাল।
দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও বহুল আলোচিত চাঞ্চল্যকর মুনিয়া মামলার ৩ নম্বর আসামি আনভীরের স্ত্রী সাবরিনা সোবহানকে সশরীরে আদালতে হাজির হয়ে উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের বেইল বন্ড (জামিননামা) দাখিল করতে বলা হয়েছে। গত মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে ওই জামিননামার কাগজ জমা দিতে গেলে ট্রাইব্যুনাল উক্ত আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে দুদিনের রিমান্ড শেষে আরেক আসামি কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলা: আনভীরকে অব্যাহতি
বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. সফিকুর রহমানের কন্যা মুনিয়াকে পরকীয়ার জালে ফেলে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার এক নম্বর আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রী ৩ নম্বর আসামি সাবরিনা আগাম জামিন পেতে গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালতে হাজির হন। এদিন প্রধান আসামিকে জামিন না দিয়ে তার স্ত্রীকে আগাম জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
আদালত বলেছেন, মুনিয়ার ময়নাতদন্ত প্রতিবেদনে ৪টি আঘাতের চিহ্ন থাকায় মূল আসামি আনভীরের বিষয়ে হাইকোর্ট বেঞ্চ আপাতত হস্তক্ষেপ করবে না।
ভিকটিম মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন জানান, প্রধান আসামিকে উচ্চ আদালতও জামিন না দেয়ায় তাকে গ্রেপ্তারে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কোনো আইনি বাধা নেই। এরপরও অনেক দিন পেরিয়ে গেলেও আনভীরসহ অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা নেই।
আরও পড়ুন: মুনিয়া হত্যা মামলা: আনভীরের আগাম জামিন আবেদন
তাছাড়া মুনিয়া যে অন্তঃসত্তা ছিল, সেজন্য মূল অভিযুক্তের ডিএনএ টেস্ট করারও উদ্যোগ নেয়া হয়নি। একইসঙ্গে হত্যাকাণ্ডের আগে মুনিয়ার গুলশানের বাসায় কারা যাতায়াত করত, তা নিশ্চিত হতে ওই বাসাসহ চারপাশের ভবনের সিসি ক্যামেরায় ফুটেজ জব্দ করার কথা ছিল। তাছাড়া মামলার তদন্তেও দৃশ্যমান অগ্রগতি নেই।
এই আইনজীবী বলেন, এসব অভিযোগের বিষয়ে গত বুধবার আমরা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ লিখিত অভিযোগ করেছি। এরপর তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শককে ১০ অক্টোবর আদালতে হাজির হয়ে ব্যাখা দিতে নির্দেশ দিয়েছেন ওই ট্র্যাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম মাফরোজা পারভীন।
মামলার বাদী নুসরাতের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখ থেকে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত আনভীরসহ অন্য আসামিদের গ্রেপ্তারসহ অনেক বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি তদন্ত সংস্থা পিবিআই। শুধু কারাবন্দি আসামি পিয়াসাকে রিমান্ডে নিয়েছে। ধীর গতিতে তদন্ত চলছে বলে তার অভিযোগ।
আরও পড়ুুন: মুনিয়ার মৃত্যু: বসুন্ধরার এমডিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা
৩ বছর আগে
হাইকোর্টে আগাম জামিন মেলেনি বসুন্ধরার এমডির
রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আগাম জামিন দেননি হাইকোর্টে। তবে তার স্ত্রীকে ছয় সপ্তাহের জামিন দিয়ে আনভীরের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ্য আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।
পড়ুন: গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
গুলশানের একটি ফ্লাট থেকে গত ২৬ এপ্রিল রাতে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন মোসারাতের বড় বোন নুসরাত জাহান। এ মামলায় গত জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত ১৮ আগস্ট পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। ফলে মামলা থেকে অব্যাহতি পান সায়েম সোবহান আনভীর।
এরপর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে ওই মামলা করেন। পরে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। ওই মামলায় আগাম জামিন চেয়ে আনভীর হাইকোর্টে আবেদন জানান।
পড়ুন: মুনিয়ার মৃত্যু: বসুন্ধরার এমডিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা
মুনিয়াকে ধর্ষণের পর হত্যা: শর্তসাপেক্ষে রিপনের হাইকোর্টে আগাম জামিন
৩ বছর আগে
দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের এমডির পরিবারের ৫ সদস্য
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পরিবারের পাঁচ জন সদস্য ও তাদের তিনজন গৃহকর্মী বৃহস্পতিবার রাতে বিশেষ বিমানে দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, পরিবারের পাঁচ সদস্যের মধ্যে রয়েছে আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে।
আরও পড়ুন: মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
তিনজন গৃহপরিচিকাও তাদের সাথে ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা বলেন, তাদের জন্য বিশেষ বিমান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা বিমানে উঠেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
তিনি অবশ্য বলেন, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা উচ্চ সতর্ক ছিলেন যাতে সায়েম সোবহান আনভীর দেশ ছেড়ে যেতে না পারেন।
সোমবার রাজধানীর একটি ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার পর মঙ্গলবার সায়েম সোবহানের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ঢাকার একটি আদালত।
নিহত মোসারাত জাহান মুনিয়া (২১) কুমিল্লা জেলার মনোহরপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমানের মেয়ে।
আরও পড়ুন: হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন
লাশ উদ্ধারের পরে ভুক্তভোগীর বোন নুসরাত জাহান রাত দেড়টার দিকে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বুধবার আনভীর এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন।
তবে, বৃহস্পতিবার হাইকোর্ট আগাম জামিনের আবেদনের ওপর শুনানি করেননি।
৩ বছর আগে
হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
আরও পড়ুন: মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
'আনভীর বিদেশ চলে গেছেন'- এমন গুঞ্জনের মধ্যেই বুধবার তার পক্ষে হাইকোর্টে এ আবেদন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এই আদালতের দৈনন্দিন কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে এটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে তার পক্ষে আইনজীবী হিসেবে কে আছেন তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
নিয়ম অনুযায়ী আগাম জামিন আবেদনের শুনানির জন্য আসামীদের স্বশরীরে হাজির হওয়ার বিধান রয়েছে। তবে ভার্চুয়ালি শুনানি হওয়ায় আসামি ভার্চুয়ালি আদালতে সংযুক্ত হতে পারেন।
৩ বছর আগে
মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
মুসারাত জাহান মুনিয়ার মৃত্যুর জন্য যারা দোষী বলে অভিযুক্ত হবেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
তিনি বলেন, 'আমি স্পষ্টভাবেই বলছি যে আইন অনুসারে সবকিছু হবে ... আইন তার নিজস্ব গতিতে চলবে। যেই অপরাধী হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই, তদন্তের পরেই আমরা এ বিষয়ে আরও কিছু বলতে পারব।'
সোমবার ঢাকার গুলশান এলাকার একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা জেলার মনোহরপুরের মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমানের মেয়ে ২১ বছর বয়সী মুসারাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
লাশ উদ্ধারের পর নিহতের বোন নুসরাত জাহান মঙ্গলবার সকাল দেড়টার দিকে গুলশান থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।
মামলায়, নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ২১ বছর বয়সী এই কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় একমাত্র অভিযুক্ত করেছেন।
৩ বছর আগে
ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
মুসারাত জাহান মুনিয়ার মৃত্যুর জন্য তার শোকসন্তপ্ত পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
কুমিল্লা জেলার মনোহরপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমানের মেয়ে মুসারাত জাহানের ঝুলন্ত লাশ রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাটে সোমবার রাতে উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর ভুক্তভোগীর বোন নুসরাত জাহান ওইদিন রাত দেড়টার দিকে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ইউএনবির সাথে আলাপকালে তিনি বলেন, ‘২৫ এপ্রিল মুনিয়া আমাকে ফোন করে। সে ফোনে কান্নাকাটি করছিল। বলছিল আনভীর আমাকে বিয়ে করবে না, শুধু ভোগ করেছে। আমাকে বলেছে আমি তার শত্রুর সঙ্গে দেখা করেছি। সে আমাকে ছাড়বে না।’
নুসরাত মুনিয়ার উক্তিতে বলেন, 'আমি ভয় পেয়েছি ... যেকোনো কিছু ঘটতে পারে।'
তিনি আরও বলেন, মুনিয়া তাকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় যেতে বলেছে।
আরও পড়ুন: গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
এদিকে, মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ ইউএনবিকে বলেন, 'আমি বিশ্বাস করি না মুনিয়া নিজেকে শেষ করে ফেলতে পারে। ও একজন শিল্পী ছিল এবং মডেল হিসাবেও কাজ করতো।'
কুমিল্লা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাশেদা আক্তার বলেন, 'মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে ... তনুকে হত্যার সময়ও আমরা একইরকম অনুভব করেছি।'
সেদিন কী ঘটেছিল?
মুনিয়া রবিবার তার বড় বোনকে ফোন করে বলেছিলেন ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় এসে সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না।
পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে তার বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ অবস্থা তিনি বাড়িওয়ালাকে খবর দিলে পুলিশকে ফোন করেন।
পরে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
একমাত্র অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার ঢাকার একটি আদালত সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বসুন্ধরা গ্রুপের এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য একটি আবেদন জমা দেয়ার পর মহানগর ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এই আদেশ দেন।
৩ বছর আগে
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব হচ্ছে
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।
৪ বছর আগে
মানিকগঞ্জে কর্মহীন দুঃস্থদের মাঝে ক্রীড়া সংগঠনের খাদ্য সহায়তা
মানিকগঞ্জে দুটি ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলায় কর্মহীন ও দুঃস্থদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
৪ বছর আগে