যাত্রীবাহী লঞ্চ
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ কোটি ৯২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) সদস্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনায় বিশেষ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
তিনি বলেন, অভিযানকালে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দিনে তল্লাশি চালিয়ে সেখান থেকে আড়াই লাখ মিটারের বেশি নতুন কারেন্ট জাল জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অবৈধ কারেন্ট জালসহ ১৭ জেলে গ্রেপ্তার
কুষ্টিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
১ বছর আগে
যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাস্থবিধি মেনে পুনরায় যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি প্রদানের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সর্বস্তরের নৌযান শ্রমিক কর্মচারীরা।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা ব্যাপী নারায়ণগঞ্জ নদীবন্দরের লঞ্চ টার্মিনালের জেটিতে এই কর্মসূচী পালন করা হয়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ
শ্রমিক নেতারা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন শুরু হলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এরপর থেকে সহস্রাধিক নৌযান শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হলেও নৌযান শ্রমিকদের অধিকাংশের ভাগ্যে তা জোটেনি।
তাদের অভিযোগ, ঈদের আগে সরকার সড়ক ও আকাশ পথে অভ্যন্তরীণ যানবাহন ও বিমান চলাচলের অনুমতি দিলেও নৌ-পথে বৈষম্য সৃষ্টি করে রেখেছে।
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি প্রদান কিরতে সরকারের কাছে দাবি করেন তারা।
আরও পড়ুন: রূপগঞ্জে কৃষকের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
নেতারা বলেন, ঈদের আগে নৌপরিবহন মন্ত্রনালয় ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিলেও এ ব্যাপারে কোন গুরুত্ব দেয়া হচ্ছে না। যে কারণে দেশের সর্বত্র লকডাউন ভঙ্গ হয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে সাবরেজিস্ট্রার অফিস সহকারীর বদলির দাবিতে মানববন্ধন
আগামী ২৩ মে'র মধ্যে শ্রমিকদের দাবি অনুযায়ী যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয়া না হলে দেশের সকল নৌরুটে সব ধরণের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাস্টার সবুজ শিকদার।
তিনি বলেন, ‘যাত্রীবাহী লঞ্চের শ্রমিকরাই বিভিন্ন পণ্যবাহী নৌযানে কর্মরত আছে। লকডাউনের অজুহাতে শ্রমিকদের দাবি মানা না হলে ২৩ মে’র পর দেশের সব নদীর মাঝখানে লঞ্চ নোঙর করে নৌপথ বন্ধ করে দেয়া হবে। কোন পণ্যবাহী নৌযান চলাচল করতে দেয়া হবে না। এতে করে দেশের পরিস্থিতি খারাপ হলে নৌযান শ্রমিকরা কোনোভাবেই এর দায়ভার নেবে না। এর সকল দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাস্টার সবুজ শিকদার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসানুল করিম চৌধুরি বাবুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী শেষে নদী-বন্দর এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন। পরে নারায়ণগঞ্জ সদর নৌ-থানার সামনে দ্বিতীয় দফায় বিক্ষোভ সমাবেশ করে কর্মসূচী সমাপ্ত করা হয়।
৩ বছর আগে
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে চাঁদপুরের সাথে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
৪ বছর আগে
আইসোলেশন সেন্টার হতে প্রস্তুত আছে যাত্রীবাহী লঞ্চগুলো: প্রতিমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ রোধে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
৪ বছর আগে