দুর্বৃত্তরা
মানিকগঞ্জের ঘিওরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান। তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী পাশের মসজিদে নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।
আরও পড়ুন: অবরোধ: টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন
এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অগ্নিসংযোগের কথা জেনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাজীপুরে দু’টি বাস ও পিকআপে আগুন
১ বছর আগে
গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দফার ২য় দিনে পৃথক স্থানে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার (৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের বিলাসপুর বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা নিরাপদ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক রকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আরও পড়ুন: রূপসায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
অন্যদিকে, ভোরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বাসটি সফিপুর এলাকায় পৌঁছালে ধীরগতিতে চলন্ত ওই গাড়িতে কয়েকজন যুবক দৌড়ে উঠে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে রাতে আরও একটি বাসে আগুন
১ বছর আগে
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা খালি মিনিবাসে আগুন
চট্টগ্রাম মহানগরীতে বিয়ের বরযাত্রী বহনকারী একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন গরীবুল্লাহ শাহ মাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা খালি বাসে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি এসে আগুন নেভায়।
আরও পড়ুন: চট্টগ্রামে হরতালে মাঠে নেই বিএনপি, দূরপাল্লার গাড়ি বন্ধ
স্থানীয়রা জানিয়েছেন, গরীবুল্লাহ শাহ এলাকার কমিউনিটি সেন্টার স্কয়ারে একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে বাসটি আসে। যাত্রী নামিয়ে দেওয়ার পর এটিতে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘রাতে হঠাৎ এসে কে বা কারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মিনিবাসে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়। কারা লাগিয়েছে তার সত্যতা বের করার চেষ্টা করছি।’
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
১ বছর আগে
নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সদর উপজেলায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ১১টার দিকে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন একটি বাসায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মা ও মেয়েকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে নূর নাহার বেগম মারা যান এবং মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের পরিবার থেকে হত্যার কারণ জানা যায় নি।
স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নড়াইলে গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা
১ বছর আগে
কুমিল্লায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসায় গলা কেটে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রাফি সারোয়ার ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, রাফি পেশায় মোবাইল ফেক্সিলোডের ব্যবসায়ী। তিনি শনিবার তার মা সৈয়দা আক্তারের সাথে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে একা বাসায় চলে আসেন। রাতে তিনি একাই বাসায় ছিলেন। রবিবার রাত ৯ টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে।
আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা!
বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ
২ বছর আগে
বিশ্বনাথে যুবককে কুপিয়ে হত্যা
সিলেটের বিশ্বনাথে এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ নভেম্বর) সকালে নিজ বাড়ির সামনের সড়কে নিহতের লাশ পাওয়া যায়।নিহত মো. এনামুল হক (৩৫) উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।নিহতের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি। পরে আজ বুধবার ভোরে বাড়ির রাস্তায় তার লাশ পাওয়া যায়।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
৩ বছর আগে
বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জমাদ্দারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
বাবা-মাকে মারধর করে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ!
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ড ক্ষেত্র গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়ায় বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
কুড়িগ্রামে নৈশপ্রহরীকে হত্যা করে ২২ লাখ টাকা লুট
চিলমারীর জোড়গাছ বাজারে রবিবার রাতে নৈশপ্রহরী এরশাদুল হককে (৫৫) হত্যা করে তিনটি দোকান থেকে প্রায় ২২ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা সিসি ক্যামেরাও ভেঙে নিয়ে যায়।
৪ বছর আগে