মুখোমুখি
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ
ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১ এর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মেলবোর্নে মুখোমুখি হবে দল দুটি।
এদিন ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ২৭তম র্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ও ১৮৩তম র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের মধ্যকার লড়াই।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে কাতারে অনুষ্ঠিত গত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
২০১৫ সালের পর এটি হবে দুই দলের মধ্যে তৃতীয় ম্যাচ। বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
পার্থে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে পরাজিত হয় বাংলাদেশ এবং ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ০-৪ গোলে হেরে যায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পরই ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
তবে আগামী বছর ‘আই’ গ্রুপের বাকি চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে, ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে আমরা আমাদের লড়াইয়ের চেতনা নিয়ে ভালো ফুটবল খেলতে চাই।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে, তবে আমরা ম্যাচে আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ দলকে ভালো ও শক্তিশালী দল আখ্যায়িত করে বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা (বৃহস্পতিবারের) ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এগিয়ে যেতে চাই।’
গত শনিবার মেলবোর্নে পৌঁছানো বাংলাদেশ দল দীর্ঘ যাত্রার পর খেলোয়াড়দের ফিট করতে প্রথম দিনেই (রবিবার) শুধু জিম ও রিকভারি সেশন করেছে।
আগামী দুই দিন মেলবোর্নের ইয়ারাভিল গ্রোরি ফুটবল ক্লাব মাঠে স্থানীয় ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার মধ্যে অনুশীলন শুরু করে বাংলাদেশ।
তবে বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শেষে এএএমআই পার্কে নিজেদের শেষ অনুশীলন শুরু করে বাংলাদেশ।
ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১ -এর প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনকে হারিয়ে ছয় ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড-
গোলরক্ষক-
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার-
বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারেক রায়হান কাজী, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার-
সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া ও জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড-
রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
আরও পড়ুন: এএফসি কাপ: অবশেষে কলকাতার উদ্দেশে রওনা দিলো বসুন্ধরা কিংস
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
আইসিসি বিশ্বকাপ ২০২৩: বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর প্রথম তিন ম্যাচে দুই পরাজয়ের পর এবার বৃহস্পতিবার পুনেতে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ জয়ের মধ্যে একটি ২০০৭ সালে ভারতের বিপক্ষে এসেছিল। যেখানে শেষবার বাংলাদেশ বিশ্বকাপে ভারতকে পরাজিত করেছিল।
বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৪০টি ওয়ানডে খেলেছে এবং এর মধ্যে মাত্র ৮টিতে জিতেছে।
বড় ম্যাচ যতই ঘনিয়ে আসছে, সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে অধীর আগ্রহে নজর রাখছে বাংলাদেশ।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইনজুরি সত্ত্বেও ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব
উরুর পেশির ইনজুরি নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ অধিনায়কের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সদস্য খালেদ মাহমুদ জানিয়েছেন, সাকিব ভারতের বিপক্ষে খেলতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার ফিটনেসের ওপর।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেটসহ ২৯ উইকেটের রেকর্ড রয়েছে সাকিবের। তার উপস্থিতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পুনের একটি সূত্র নিশ্চিত করেছে, সাকিব ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। তবে ভারতের বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
এদিকে ভারতের বিপক্ষে সাকিবের দুর্দান্ত ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও, ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, অতীতের পারফরম্যান্স অন্য বিশ্বকাপের ম্যাচে ফলাফল নির্দেশ করে না।
সাকিবকে নিয়ে মামব্রে বলেন, ‘তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিন্তু আমরা কেবল আমাদের নিজস্ব প্রস্তুতি, বাস্তবায়ন ও পরিকল্পনার দিকে মনোনিবেশ করি। অন্য কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’
বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজ জিতলেও, বিশ্বকাপে তাদের পারফরমেন্স পুনেতে ভারতের বিপক্ষে জয়ের জন্য খুব আশা জাগানিয়া নয়।
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় টাইগাররা।
অন্যদিকে এবারের বিশ্বকাপে তিনটি প্রশংসনীয় জয় পেয়েছে ভারত।
এই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকবে, কারণ তারা এই বিশ্বকাপে এখনও শক্ত পারফরম্যান্স দেখাতে পারেনি।
তামিম ইকবালের অনুপস্থিতিতে প্রত্যাশা পূরণে হিমশিম খেতে হয়েছে এই ওপেনিং জুটিকে। মিডল অর্ডার ব্যাটিং লাইনআপও বেশ কয়েকবার দুর্বল প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৫ রান করেছে নেদারল্যান্ডস
তিন নম্বরে মেহেদী হাসান মিরাজকে দেখা গেছে ও নাজমুল হোসেন শান্তকেও একই ভূমিকা পালন করতে দেখা গেছে। এটি ইঙ্গিত দেয় ব্যাটিং অর্ডার নিয়ে লড়াই করছে টিম ম্যানেজমেন্ট। নাজমুল ও মেহেদী দু'জনেই এখনও বিশ্বকাপে নিজেদের ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে পারেননি।
আন্তর্জাতিক ক্যারিয়ারের আশাব্যঞ্জক সূচনা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়া তৌহিদ হৃদয় এখনও বড় মঞ্চে নিজের দক্ষতা দেখাতে পারেননি।
বিপরীতে বাংলাদেশের বোলিং লাইনআপ তুলনামূলকভাবে শক্তিশালী বলে মনে হচ্ছে। পেসাররা ফর্মে থাকাকালীন তাদের সামর্থ্য দেখিয়েছে এবং স্পিনাররা বিশ্বকাপে যখনই সুযোগ পেয়েছে তখনই তারা ভালো পারফর্ম করেছে।
২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
২০২৩ বিশ্বকাপের জন্য ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়া ২০৯ রানের টার্গেট শ্রীলঙ্কার
ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
সাত বছর পর একটি দ্বিপক্ষীয় সিরিজে ফিরছে ভারত। এরআগে ২০১৫ সালে ভারতের সঙ্গে শেষ লড়াইয়ে বিজয়ী হয়েছিল বাংলাদেশ । বহুল প্রত্যাশিত এই সিরিজটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। উভয় দলই তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত।
ইনজুরির কারণে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদের অনুপস্থিতি ভারতকে বেশ সুবিধা দেবে। যদিও ভারতকেও তাদের ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে ছাড়াই খেলতে হবে। যা তাদের পেস আক্রমণকে দুর্বল করবে বলেই ভাবা হচ্ছে।
কিন্তু ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতি তাদের প্রধান শক্তি।
বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাসের ওপর অনেক প্রত্যাশা রয়েছে, যিনি অধিনায়ক হিসেবে তার প্রথম দায়িত্বের সাক্ষর রেখে যেতে চাইবেন।
আরও পড়ুন: ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারত
ডানহাতি এই ব্যাটসম্যান গত বছর একটি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি সহ ১০ ম্যাচে ৬২ গড়ে ৫০০ রান করেছেন।
২০১৮ সালে এশিয়া কাপের ফাইনাল থেকে ভারতের বিরুদ্ধে তার একটি সেঞ্চুরিও রয়েছে। যার ফলে সিরিজের ওপেনার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।
বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের ওপরও এবার প্রত্যাশা অনেক বেশি হবে। কারণ তিনি ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে তার অভিষেক ওয়ানডে সিরিজে দু’টি পাঁচ উইকেট রেকর্ড করেছিলেন। যা টাইগারদের ভারতের বিরুদ্ধে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে সাহায্য করেছিল।
ভারতের হয়ে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে এই ডানহাতি ব্যাটারের তিনটি সেঞ্চুরি রয়েছে।
সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন,‘আমি মনে করি এটি বরাবরের মতোই একটি উত্তেজনাপূর্ণ সিরিজ হতে চলেছে। তারা খুবই চ্যালেঞ্জিং দল এবং তাদের হারাতে আমাদের ভালো খেলতে হবে।’
রোহিত আরও বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েক বছর ধরে প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনাপূর্ণ।
তিনি উল্লেখ করেছেন যে গত সাত থেকে আট বছর ধরে বাংলাদেশের ক্রিকেট দল ব্যাপক উন্নতি করেছে এবং ভারতের পক্ষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতা সহজ নয় এবং সফল হতে তাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘এই সিরিজ নিয়ে আমরা উত্তেজিত। সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে আমরা কঠিন ক্রিকেট খেলেছি। তারা আমাদের আন্ডারডগ হিসেবে বিবেচনা করবে না, যা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা।’
ইতোমধ্যে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে গেছে।
ভক্তরা পরের ম্যাচের (৬ ডিসেম্বর) টিকিট মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন।
রবিবার সিরিজের প্রথম ম্যাচটি ও তৃতীয় ম্যাচটি একই ভেন্যুতে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সুযোগ পেয়ে ‘উচ্ছ্বসিত’ লিটন
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবে লিটন
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
গ্রুপ পর্বের শেষ দিনে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ভিনসেন্ট আবুবকরের শেষ মুহূর্তের গোলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলটিকে হারের স্বাদ নিতেই হল। অন্যদিকে দুর্দান্ত জয়েরও পরও শেষ ১৬-এ জায়গা করে নিতে পারেনি ক্যামেরুন।
বলের দখল ব্রাজিলের কাছেই ছিল। ২১টি শট ও ৭ টার্গেট শট নিয়ে দলটি বেশ দাপুটে খেলা দেখিয়েছে। এর বিপরীতে ক্যামেরুনের পরিসংখ্যান ছিল ৭ ও ৩। কিন্তু ভিনসেন্টের ৯০+২ মিনিটের গোল এই পরিসংখ্যানের হিসাবে অঘটন ঘটিয়ে দেয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
৩৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পারলেও ক্যামেরুনের ডিফেন্স ছিল বেশ দৃঢ়। তা না হলে জয় ব্রাজিলেরই হতে পারত! তবে ভিনসেন্টকে লাল কার্ড নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রেফারি তাকে ৯০+৩ মিনিটে গোলের উৎসব পালন করার কারণে লাল কার্ড দেখান। তবে সে যাই হোক, তিনি যে ইতিহাস গড়লেন তাতে কোনো সন্দেহ নেই।
৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ১৬ এর খেলায় সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ক্যামেরুন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে থেকে এবারের বিশ্বকাপ যাত্রার ইতি টানল।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপারসহ বাসটির অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টায় জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলেন সিংড়া এ্যালিগেন্স নামের একটি দূরপাল্লার বাস। একই সময় পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। ভোর ৪টার সময় জামতলা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকের ভেতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভেতর আহত হন অন্তত ৩০জন যাত্রী। আহত বাস যাত্রীদের মধ্যে নারী ও পুরুষের সঙ্গে কয়েকজন শিশুও ছিল।
আরও পড়ুন: মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬
পরে ট্রাকের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ভেতরে আটকে পড়া আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার তৎপরতা চালায়।
আহত বাসযাত্রীরা জানান, তাদের কেউ কেউ মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের শরীরে জখম হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে।
পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাটিরাঙ্গায় গোলাগুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার
শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
স্বাগতিক দেশ কাতার ইকুয়েডরের মুখোমুখি হয়ে বিশ্বকাপের সূচনা
স্বাগতিক দেশ কাতার ইকুয়েডরের মুখোমুখি হয়ে বিশ্বকাপের সূচনা হলো। রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার ফিফা বিশ্বকাপের-২০২২ প্রথম খেলাটি শুরু হয়।
বিশ্ব মঞ্চে তার প্রোফাইল বাড়াতে এবং আধুনিকীকরণের দিকে চালনা করার প্রয়াসে কাতারের জন্য বিশ্বকাপ একটি বিশাল জাতীয় গর্বের উৎস। কিন্তু দলের কী হবে?
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
কাতার কোচ ফেলিক্স সানচেজ শনিবার বলেছেন, ‘সবচেয়ে ভালো জিনিস যা ঘটতে পারে তা হল ফুটবলে মনোনিবেশ করা, শান্ত থাকা এবং গোলমাল ও গুজব এড়িয়ে চলা।’ “অবশ্যই আমরা এটা পছন্দ করি না যখন লোকেরা আমাদের দেশের সমালোচনা করে। আমরা দারুণ প্রস্তুতি নিতে পেরেছি, শান্ত রেখেছি এবং এভাবেই আমরা পরিকল্পনা করেছি।’
কাতার এর আগে কখনও বিশ্বকাপে উঠে আসেনি এবং গ্রুপ এ থেকে উঠে আসার জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যার মধ্যে সেনেগাল এবং নেদারল্যান্ডসও রয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাই একমাত্র স্বাগতিক দেশ যারা গ্রুপ পর্বের বাইরে যেতে ব্যর্থ হয়েছে। তাই এই পার্থক্যটি ভাগ করা এড়াতে হবে সাফল্য।
ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা ইকুয়েডর দলের বিরুদ্ধে জয়ের জন্য আজ কাতারের সেরা আশা হতে পারে।
বিশ্বকাপের জন্য কাতারের স্কোয়াড –
গোলকিপার: সাদ আল সিব, মিশাল বর্শিম, ইউসুফ হাসান
ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, আব্দুল করিম হাসান, তারিক সলমন, মুসাব খাদের, হামাম আল-আমিন, বসম আল-রাবি, বোয়ালেম খোকি, জসিম জাবের
মিডফিল্ডার: আব্দুলআজিজ হাতেম, মহম্মদ ওয়াদ, আলি আসাদ, সালেম আল হাজরি, করিম বদিয়াফ, আসিম মাদবো, মুস্তাফা তারিক মিশাল
ফরোয়ার্ড: আক্রম আফিফ, আহমেদ আলা, মুহম্মদ মান্তারি, হাসান আল হেদোস, আল ইসমাইল মহম্মদ, খালেদ মুনির, আল-মোজেলি, নায়েফ আল-হাদরামি
কাতারের কোচ – ফেলিক্স স্যাঞ্চেজ
কাতারের অধিনায়ক – হাসান আল-হেদস
বিশ্বকাপের জন্য ইকুয়েডরের স্কোয়াড –
গোলকিপার: আলেকাজান্ডার ডমিনগেজ, হার্নান গালিন্দেজ, মোজেস রামিরেজ
ডিফেন্ডার: পার্ভিস এস্তাপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, পিয়েরো হিনক্য়াপি, জাভিয়ের আরেগা, দিয়েগো পালাসিও, জ্যাকসন পোরোজো, রবার্ট আর্বোলেদা, ফেলিক্স তোরেস, উইলিয়াম পাশো
মিডফিল্ডার: মোজেস কাইসাদো, হোসে সিফান্তেস, অ্যালান ফ্র্যাঙ্কো, হেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাতা, অ্যাঞ্জেল মিনা, আর্তন প্রেসাদো, রোমারিও ইবারা, জেরেমি সারমিয়েন্তো
ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা, জর্কায়েফ রিয়োস্কো, কেভিন রডরিগেজ
ইকুয়েডরের কোচ: গুস্তোভো আলফারো
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ লাইভ স্ট্রীমিং: কাতার বনাম ইকুয়েডর
মাদারীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাদারীপুরের রাজৈরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সানেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন - রাজৈর উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাদবরের ছেলে পলাশ মাদবর (৩০) এবং একই এলাকার আফরোজা আক্তার (২৫) ।
আহত নারীর নাম জেসমিন আক্তার (৩০) ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে মোল্লাদিগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং পথচারী এক নারী আহত হন। আহত নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫
বাগেরহাটের মোল্লাহাটে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
নিহত শুভ এলাহী (২৪) ওই জিপগাড়ির চালক।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
আহতরা হলেন- ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখে একটি জিপগাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ওই জিপগাড়িতে থাকা চালকসহ ছয়জন আহত হন।
মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট মহানগরীর কাজিরবাজার ব্রিজের ওপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহত নির্মল সরকার (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রামের সুকলাল সরকারের ছেলে। তিনি নগরীর আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
আহত মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের ওপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনেই গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দম্পতি নিহত
নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তুলা পাবই নামক স্থানে শুক্রবার বিকালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হয়েছেন।