বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির পাশাপাশি সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: অবরোধ: রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র্যাব।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দলও নজর রাখছে।
আরও পড়ুন: বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ১১ দফায় অবরোধ চলছে