বেসরকারি বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কার আন্দোলন: রাজধানীর প্রধান সড়কগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে সড়কের একপাশ অবরুদ্ধ করলেও পরে পুরো মহাসড়কে অবস্থান নেয় তারা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে রামপুরা ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত উভয় দিকের রাস্তা বন্ধ রয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা।
তিনি আরও বলেন, অবরোধের কারণে বনশ্রী-বাড্ডা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই বিকল্প পথ হিসেবে হাতিরঝিল ও বাড্ডা লিংক রোড বেছে নিচ্ছেন।
বেলা ১১টা ৫০ মিনিট থেকে যমুনা ফিউচার পার্কের সামনে এনএসইউ, আইইউবি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে দুই দিকের সড়ক বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করলেও পরে তারা সরে যায়।
এদিকে দুপুর ১২টার দিকে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানী রোডে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, 'বনানীতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
এছাড়াও ঢাকার উত্তরায় বানৌজা সেন্টারের সামনের প্রধান সড়ক অবরোধ করে আইইউবিএটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অন্যদিকে সোয়া ১২টা থেকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়াও বিকালে মৌচাক মোড় অবরোধ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টার জন্য মালিবাগ, মগবাজার ও শান্তিনগরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
এদিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস জানান, দুপুর ২টার দিকে মহাখালী লেভেল ক্রসিংয়ে ব্যারিকেড দেয় বিক্ষোভকারীরা। এরপর থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
৪ মাস আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির ও সেক্রেটারি জেনারেল কাজী আনিস
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ২০২৩-২০২৫ মেয়াদে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. কাজী আনিস আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ইউজিসি’র গণবিজ্ঞপ্তি জারি
মঙ্গলবার (৩০ মে) এপিইউবির বার্ষিক সাধারণ সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচনে তাদের আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।
নির্বাচনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক ভাইস-চেয়ারম্যান; ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ এর ড. আনিস আহমেদ সেক্রেটারি জেনারেল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইশতিয়াক আবেদিন জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কেবিএম মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনিবাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- একেএম এনামুল হক শামীম, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও ইউনিভার্সিটি; কাজী রফিকুল আলম, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এ্যন্ড টেকনোলজী; সাদাফ সাজ সিদ্দিকী, ব্রাক ইউনিভার্সিটি; জনাব শফিকুল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি; চৌধুরী নাফিজ সরাফত, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ; মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; একেএম নুরুল ফজল বুলবুল, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; আব্দুল হাই সরকার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রিয়াদ আহমেদ তুষার, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ; মো. রেজাউল করিম, সাউথইস্ট ইউনিভার্সিটি এবং কাইয়ূম রেজা চৌধুরী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ এর নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর কার্যনিবাহী পরিষদের নির্বাচন নির্বাচন ২০২৩ পরিচালনা করে।
আরও পড়ুন: মান বজায় রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসি সতর্ক করেছে: বিশ্বজিৎ চন্দ
মান বজায় রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসি সতর্ক করেছে: বিশ্বজিৎ চন্দ
১ বছর আগে
মান বজায় রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসি সতর্ক করেছে: বিশ্বজিৎ চন্দ
বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেছেন, উচ্চশিক্ষার মান দেশের বিশ্ববিদ্যালয়ের মানের সঙ্গে সরাসরি যুক্ত।
ইউএনবির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইউজিসি সদস্য এ কথা বলেন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্বজিৎ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান ধরে রাখতে হলে এ বিষয়ে আসন সংখ্যা কমাতে হবে।
তিনি বলেন, ‘একটি ক্লাসে ৩৫-৫০ জন শিক্ষার্থী থাকা উচিত। প্রয়োজনে বেশি সেকশন করে কম করে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে কখনও কখনও একটি বিভাগে ২০০০-৩০০০ শিক্ষার্থী থাকে, যা শিক্ষার মানকে অনেকাংশে ক্ষুণ্ন করে। আমরা যদি আসন সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে না পারি তবে উচ্চশিক্ষার মান উন্নত হবে না।
এক প্রশ্নের জবাবে বিশ্বজিৎ বলেন, শিক্ষার কোয়ালিটি ধরে রাখতে হলে যেমন ভালো শিক্ষক প্রয়োজন তেমন শিক্ষার্থীর উপস্থিতিও জরুরি। পাশাপাশি আসন সংখা কম থাকতে হবে। বেশি সংখ্যক শিক্ষার্থী থাকলে কোয়ালিটি ধরে রাখা কঠিন।
তিনি বলেন, যোগ্য শিক্ষক নিয়োগ দেয়া উচিত এবং বেশি সেকশন রাখা উচিত। এছাড়া প্রত্যেকটি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের কোয়ালিটি শিক্ষা অর্জনে কারিকুলাম থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি। দক্ষ ও ভালো শিক্ষককের পাশাপাশি অবকাঠামো এবং শিক্ষকদের ট্রেনিং ব্যবস্থা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি ভালো শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা এবং অংশগ্রহণ প্রয়োজন।
ইউজিসির মনিটরিং সিস্টেম সম্পর্কে জানতে চাইলে বিশ্বজিৎ বলেন, আমরা সব সময় গুণগত মান বজায়া রেখে শিক্ষা কার্যক্রম চালাতে বলছি। যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় কোয়লিটি নিয়ে প্রশ্ন উঠছে, সেখানেই আমরা সতর্ক করেছি।
আরও পড়ুন: শিক্ষার্থীদের আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়ার পরামর্শ ইউজিসির
তিনি বলেন, সম্প্রতি কিছু বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। উচ্চশিক্ষার মান বজায় রাখতে আমরা সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো মনিটরিং করছি। বিশেষ করে আমি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখি সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলো ভালো মানের পড়াশোনা চালাচ্ছে। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের অভিযোগ রয়েছে। যেসকল বিশ্ববিদ্যালয়ের অভিযোগ রয়েছে, তাদেরকে কঠোর বার্তা দিয়ে মনিটরিংয়ে রাখা হয়েছে।
বিশ্বজিৎ আরও জানান, ইউজিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ছয় মাসব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করার কথা ভাবছে, যাতে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, যেসব ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান এর সমস্যা রয়েছে সেসব ক্ষেত্রে আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে এবং আমাদের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার চিন্তাভাবনা করছি, তবে আমাদের দেশে যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংখ্যা রয়েছে সে অনুযায়ী আমাদের ইউজিসির জনবলের সংখ্যা কম, সে কারণে হয়তো মনিটরিং ব্যবস্থা সেরকম হয়নি এটা আমাদের দুর্বলতা রয়েছে।
আরও পড়ুন: পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা যুক্ত করার আহ্বান ইউজিসির
অন্যান্য দেশ থেকে বাংলাদেশে কেমন শিক্ষার কোয়ালিটি জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য দেশ থেকে আমরা শিক্ষায় কতটুকু কোয়ালিটি এটি আসলে নির্ভর করে একেক বিশ্ববিদ্যালয়ের ওপর। আমাদের দেশে যেমন কিছু পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের পড়াশুনার মান অনেক ভালো, যা বিদেশ থেকেও কম নয়। তবে সব বিশ্ববিদ্যালয় নয়। সবক্ষত্রে আমরা এখনো অন্যান্য দেশ থেকে ভালো না হলে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকদুর এগিয়েছি। কিছু কিছু বিশ্ববিদ্যালয় খুব ভালো পড়াশোনার মান রয়েছে আবার কিছু বিশ্ববিদ্যালয় খারাপ হয়েছে তবে এটি পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়ের মানদণ্ডে একত্রিত করা যাবে না।
পাবলিক বিশ্ববিদ্যালয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার মান ভালো জানতে চাই বিশ্বজিৎ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় না বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি ভাল এটা আলাদা পার্থক্য করা বিষয় না। একেকটি একেক ধরনের শিক্ষা অর্জন করা হয় সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভাল শিক্ষা অর্জন করা যেতে পারে আবার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অর্জন করা যেতে পারে হয়তোবা সেইক্ষেত্রে কোন কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় খুব ভালো করছে আবার কোন কোন ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় খুব ভালো করছে। সেটি নির্ভর করে বিশ্ববিদ্যালয় ওপর।
আরও পড়ুন: ২০২১-২২ শিক্ষাবর্ষে ৩২টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ইউজিসি
২ বছর আগে
এইচএসসির ফল প্রকাশের আগে শিক্ষার্থী ভর্তি নয়: ইউজিসি
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
৪ বছর আগে
করোনাভাইরাস: বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেয়া বন্ধের আহ্বান ইউজিসির
করোনাভাইরাসের এ সংকটময় সময়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেয়া ও মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
৪ বছর আগে