মহারাষ্ট্র
ভারতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭
ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে চার দিন আগের ভূমিধসে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। রবিবার (২৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এ দুর্ঘটনায় এখনও প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান ধীরগতিতে এগোচ্ছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রামে বসবাসকারী ২২৯ জনের মধ্যে ১৫১ জন নানাভাবে ভূমিধসের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং ৮ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভারতের উত্তরাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতে শতাধিক মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট চলাকালীন সহিংসতায় নিহত ৯
ভারতে ট্রেন দুর্ঘটনায় ২৯০ জনের বেশি নিহতের ঘটনায় ৩ রেল কর্মকর্তা গ্রেপ্তার
মহারাষ্ট্রে বাস দুর্ঘটনার পর আগুন লেগে নিহত ২৫
পশ্চিম ভারতে শুক্রবার দিবাগত রাতে টায়ার বিস্ফোরণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কায় এবং গাড়িটিতে আগুন লেগে যায়। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা সুনীল কাদাসনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, রাত দেড়টার দিকে মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার একটি মহাসড়কে দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন ছিলেন।
তিনি আরও জানান, বেঁচে যাওয়া আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণে প্রাণঘাতী এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে: ভারতের রেলমন্ত্রী
বেসরকারি ট্রাভেল বাসটি নাগপুর থেকে পুনে শহরের দিকে যাচ্ছিল।
পুলিশ সূত্র বলছে যে বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল রক্ষণাবেক্ষণ করা সড়ক এবং পুরানো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
আরও পড়ুন: তীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারত ও পাকিস্তান
ভারতে তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, হাসপাতালগুলোতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা
ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
ভারতে ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে ১২২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনার এ নতুন ধরনে মোট আক্রান্তের সংখ্যা ৩৫০ জন ছাড়িয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত আগের দিনের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। রাজধানী দিল্লি এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্তের তুলনামূলক বেশি।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটকে ৩০টিরও বেশি ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে।
দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়। তাই আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে।
সব মিলিয়ে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ হাজার ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩৭৪ জন।
এর আগে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।
আরও পড়ুন: দ. আফ্রিকায় ওমিক্রন ঢেউ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের ৭৩ শতাংশ এখন ওমিক্রন
ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি কোভিড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে প্রদেশটির আহমেদনগর জেলার সরকারি একটি হাসপাতালের আইসিইউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, আগুন নেভাতে দমকলকর্মীদের কয়েক ঘণ্টা লাগে।
তিনি বলেন, ‘১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা অধিকাংশই রোগী। এছাড়া একজন আগুনে পুড়ে আহত হয়েছেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।’
এর আগে মে মাসে ভারতের গুজরাটের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ১৮ জন এবং মার্চে মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগী মারা যান।
আরও পড়ুন: ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১৮ জনের মৃত্যু
ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা
অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতে জরুরি অবতরণ করা বিমানের অপেক্ষমান যাত্রীরা। শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরেন।
বাংলাদেশ বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানের মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইটের ভারতের নাগপুরে জরুরি অবতরণের ফলে আটকে পড়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভারতীয় সময় ১০টা ২৫ মিনিটে উড্ডয়ন করে।
আরও পড়ুন: মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত পাইলট, নাগপুরে বিমানের জরুরি অবতরণ
উল্লেখ্য, মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট শুক্রবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে জরুরি অবতরণ করে। বোয়িং ৭৩৭-৮ বিমানটি মাস্কাট থেকে ১২৬ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল।
বিমান পরিবহনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কাছাকাছি থাকাকালীন বিমানটির সহ-পাইলট জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে।
আরও পড়ুন: কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই!
পরবর্তীতে কলকাতা এটিসি সহ-পাইলটকে কাছের বিমানবন্দরে অবতরণ করতে বললে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বিমানটি নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।
মোদির মন্ত্রিসভায় বড় রদবদল আসছে!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী বছর পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করেই এই রদবদল হতে চলেছে।
যদিও এখন পর্যন্ত কোনও ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বার্তা সংস্থা ইউএনবির পাওয়া তথ্য অনুসারে, মন্ত্রিসভায় কমবেশি নতুন ২৮ মুখ দেখা যাবে, যার মধ্যে পশ্চিমবঙ্গেরও উপস্থিতি থাকছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির চিঠি: মানবজাতি শিগগিরই মহামারি কাটিয়ে উঠবে
বর্তমানে মোদির মন্ত্রিসভায় ৫৩ জন সদস্য রয়েছেন। ২০১৯ সালে পুনরায় সরকার গঠনের পর এটাই মোদি সরকারের প্রথম মন্ত্রিসভায বর্ধনের উদ্যোগ হতে চলেছে।ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের তিন বিজেপি নেতা, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর এবং এন প্রামাণিকের নাম নতুন মন্ত্রীসভায় যুক্ত হবার কথা শোনা যাচ্ছে।পশ্চিমবঙ্গে গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধরনের পরাজয়ের শিকার হয় মোদির বিজেপির। কেন্দ্রীয় অনেক নেতাসহ স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী মোদি বেশ কয়েকবার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার পরও বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয় বিজেপি।
আরও পড়ুন: চীনকে দমন করতে চাইলে মাথা থেতলে দেয়া হবে: জিনপিং
পশ্চিমবঙ্গের পরাজয়ের কথা মাথায় রেখেই আসন্ন পাঁচ রাজ্যের নির্বচান ও সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে মন্ত্রিসভায় স্থান দেয়ার মাধ্যমে নতুন পরিকল্পনা করছে বিজেপি।ইউএনবি’র পাওয়া তথ্যমতে, সাবেক কংগ্রেস সাংসদ জোতিরাদিত্য সিন্ধিয়া, আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানের নাম নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারে।
এছাড়া, মন্ত্রিসভায় বর্ধনের লক্ষ্যে বর্তমান মন্ত্রিসভাযর পিয়ুস গোয়াল, স্মৃতি ইরানি সহ প্রায় নয়জন মন্ত্রীকে তাদের অতিরিক্ত দায়িত্ব ছাড়তে হতে পারে।
আরও পড়ুন: বৈশ্বিক শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
দিল্লির রাজনৈতিক বিশ্লেষক রামা শার্মা বর্তমান গুঞ্জন সম্পর্কে ইউএনবিকে বলেন, ‘আগামী বছর উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এক্ষেত্রে যেকোনও দলের জন্যই উত্তর প্রদেশ জয় করা জরুরি।’‘উত্তর প্রদেশ যার, ভারত তার।’- এমন কথার প্রচলন আছে উল্লেখ করে রামা শার্মা আরও বলেন, ‘যেহেতু উত্তর প্রদেশে সর্বোচ্চ ৮০টি সংসদীয় আসন আছে, তাই সকলেই উত্তর প্রদেশের ওপর নজর রাখবে।’
করোনাভাইরাস: ভারতে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু
করোনার থাবায় ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এক ধাক্কায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।