ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে চার দিন আগের ভূমিধসে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। রবিবার (২৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এ দুর্ঘটনায় এখনও প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান ধীরগতিতে এগোচ্ছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রামে বসবাসকারী ২২৯ জনের মধ্যে ১৫১ জন নানাভাবে ভূমিধসের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং ৮ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভারতের উত্তরাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতে শতাধিক মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট চলাকালীন সহিংসতায় নিহত ৯
ভারতে ট্রেন দুর্ঘটনায় ২৯০ জনের বেশি নিহতের ঘটনায় ৩ রেল কর্মকর্তা গ্রেপ্তার