ব্যাটসম্যান
ঢাকা টেস্ট: ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০৬ রানে অলআউট বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রান তুলেছে বাংলাদেশ।
সফল পার্টনারশিপ গড়তে না পারায় হোঁচট খেয়েছেন স্বাগতিক ব্যাটাররা।
সফরকারীদের হয়ে তিনটি করে উইকেট নেন উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদ ও কেশব মহারাজ। এই ম্যাচে তিন উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন রাবাদা।
মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ৬০। তাদের দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: প্রথম দিনে লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের শীর্ষ ছয় ব্যাটসম্যানের চারজনই দুই অঙ্কের রান তুলতে ব্যর্থ হয়েছেন।
সর্বোচ্চ ৯৭ বলে ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। তাইজুল ইসলাম করেন ১৬ রান।
প্রথম দিন চা বিরতির এক ঘণ্টারও বেশি সময় আগে অলআউট হয় বাংলাদেশ।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৪ ম্যাচ খেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি তারা।
২ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: বিশ্বকাপে ১০০০ রানের ক্লাবে মুশফিক
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে এক হাজারের বেশি রানের মাইলফলক স্পর্শ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
৩২ ম্যাচে ৯৯৬ রান নিয়ে বৃহস্পতিবার পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামা মুশফিক ম্যাচের ২৯.৪ ওভারে আর এ জাদেজার বলে দুই রান করে বিশ্বকাপে স্বপ্নের ১০০০ রানের ক্লাবে যোগ দেন।
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিরুদ্ধে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিক ৪৬ বলে একটি চার ও একটি ছক্কাসহ ৩৮ রান করেন এবং ৩৩টি বিশ্বকাপে তার ব্যক্তিগত রান সংখ্যা ১০৩৪ এ উন্নীত করেন।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ৩২ ম্যাচে ১২০১ রান করে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে স্কোরারের তালিকায় শীর্ষে রয়েছেন।
আইসিসি বিশ্বকাপ ২০২৩: লিটনের পতনের পর দ্রুতই কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি এবারের আইসিসি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন, তিনি ২৯ ম্যাচে ৭১৮ রান করেছেন।
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত, খেলছেন না সাকিব
১ বছর আগে
অনাকাঙ্খিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত: টিম হোটেল থেকে সাংবাদিকদের সরিয়ে দেওয়ায় ক্ষমা চাইলেন লিটন
বাংলাদেশের তারকা ব্যাটসম্যান লিটন দাস ভারতের পুনেতে টিম হোটেল থেকে বাংলাদেশের সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ দলের কোন নির্ধারিত অনুশীলন বা মিডিয়া ইন্টার্যাকশন ছিল না, সাংবাদিকরা তখন টিম হোটেলে যান। লিটন এই বিষয়টিতে খুশি হতে পারেননি। তিনি হোটেলের নিরাপত্তা কর্মীদের ডেকে সাংবাদিকদের দূরে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
এই ঘটনায় ভারতে আইসিসি বিশ্বকাপ কভার করা বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। কিছু সাংবাদিক তাদের টেলিভিশনে প্রচারিত বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা প্রতিবেদনে লিটনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়েছেন লিটন।
লিটন পোস্ট করেছেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত… মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
বাংলাদেশ দল ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়েছে, এরমধ্যে একটিতে জয় পেয়েছে।
আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রান করেছে আফগানিস্তান
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু আফগানিস্তানের
১ বছর আগে
শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রায় এক সপ্তাহ পর ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।
টুইটে তিনি লেখেন, ‘আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব । সবাই ভালো ও সুস্থ থাকবেন।’
আরও পড়ুন:শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত শচীন টেন্ডুলকার ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তখন থেকেই তিনি মুম্বাইয়ের বাসায় হোম আইসোলেশনে ছিলেন।
তিনি ভারতের ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১০ম বার্ষিকীতে তার সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন। শচীন ২০১১ সালের ২ এপ্রিলের সেই বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন।
তিনি বলেন, ‘আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।‘
২০১৩ সালের অক্টোবরে ২০০ টেস্ট খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন শচীন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ভারতীয় এই ব্যাটসম্যান দুবার অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেন।
ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ৩০ হাজারেরও বেশি রানের মালিক শচীন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০ টেস্ট ম্যাচ খেলেন এবং ১০০টি আন্তর্জাতিক শতক করেন। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে তিনি ১৮ হাজার ৪২৬ রান করেন। ২০০ টেস্টে করেন ১৫ হাজার ৯২১ রান।
২০১৪ সালে তত্কালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শচীনকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’দিয়ে ভূষিত করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০১০ সালের প্রচ্ছদে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিল শচীনের নাম।
৩ বছর আগে
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মাদ শরীফ
ঘটনাবহুল ২০ বছরের ক্যারিয়ার পার করা ডানহাতি পেসার মোহাম্মাদ শরীফ শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।
৪ বছর আগে