অবসর গ্রহণ
অবসরের ৭ বছর পরও ক্লাবগুলো ডাকছে: তত্তি
প্রায় ৮০০ ম্যাচ খেলে ২০১৭ সালে রোমার জার্সিতে অবসর গ্রহণ করেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেস্কো তত্তি। তবে অবসরের সাত বছর পরও সেরি-আর ক্লাবগুলো থেকে ফেরার ডাক পাচ্ছেন বলে জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই সাবেক ফুটবলার।
ক্লাব ক্যারিয়ারের পুরোটাই রোমার জার্সিতে খেলে ২০১৭ সালের ২৮ মে অবসরের ঘোষণা দেন তত্তি। স্তাদিও অলিম্পিকোতে সেদিন ম্যাচ শেষে লম্বা সময় নিয়ে নিজের বিদায়বার্তা সমর্থকদের পড়ে শোনান তিনি। প্রিয় ফুটবলারের বিদায়কালে কান্নায় ভেঙে পড়ে পুরো স্টেডিয়াম। বারবার হাত দিয়ে চোখ মুছতে দেখা যায় এই ‘ওয়ান ক্লাব লিজেন্ড’কেও।
এরপর কেটে গেছে সাতটি বছর। এর মধ্যে সেভাবে আলোচনায় ছিলেন না ২০০৬ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তবে আচমকা বোমা ফাটানোয় ফের খবরের শিরোনাম হয়েছেন তিনি।
আরও পড়ুন: সেভিয়াকে বিধ্বস্ত করে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল বার্সেলোনা
তত্তি বলেন, ‘সেরি-আর বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে (ফেরার) প্রস্তাব পেয়েছি। স্বীকার করতে লজ্জাই নেই- তারা এমন জোরাজুরি করেছে যে খানিকটা দ্বিধায় পড়ে গিয়েছিলাম।’
এভাবে এত বছর পরে মাঠে ফেরা কঠিন হলেও জীবনে অসম্ভব বলে কিছু আছে বলে মনে করেন না এই সাবেক ফুটবলার।
‘ক্যারিয়ার শেষ করার পরও (ফিরে এসে) অনেক বছর খেলেছে- এমন খেলোয়াড়ের অভাব নেই। তবে এক্ষেত্রে আপনি কোথায় খেলবেন, কতটা সম্মানের সঙ্গে খেলতে পারবেন- এসব বিষয়গুলো গুরুত্ব পায়।’
যদি অবসর ভেঙে ফেরেনও, তবে ভালোভাবে অনুশীলন করে নিজের শরীর খেলার উপযুক্ত করেই ফিরবেন বলে জানান তিনি।
‘আমার মনে হয়, দু-তিন মাস ঠিকমতো অনুশীলন করলেই মাঠে ফেরার উপযুক্ত হয়ে যাব। এখনও কমবেশি খেলে থাকি। তবে যদি এই বয়সে (প্রতিযোগিতামূলক ফুটবলে) ফিরতেই হয়, এমন পাগলামি করতেই হয়, তবে ভালোভাবে প্রস্তুতি নিয়েই তা করা উচিৎ।’
আরও পড়ুন: উলভসের মাঠ থেকে জয় ছিনিয়ে আনল ম্যানচেস্টার সিটি
যদি ফেরেনও, তবে ইতালিয়ান কোনো ক্লাবের জার্সিতেই তাকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তত্তি।
‘এ সময় আর অন্য কোথাও নয়, ইতালিতেই থাকতে চাই। তবে কোনোভাবেই (রোমার চির প্রতিদ্বন্দ্বী) লাৎসিওর জার্সিতে আমাকে দেখতে পাবেন না।’
অবসর নেওয়ার সিদ্ধান্তটি তার নিজের ছিল না জানিয়ে তিনি বলেন, ‘সেটি আমার সিদ্ধান্ত ছিল না। তবে ওই মুহূর্তের প্রেক্ষাপটে আমাকে ওই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছিল।’
‘হয়তো সে কারণেই আমার মধ্যে এখনও এই বিষয়টি (মাঠে ফেরা) রয়ে গেছে। এটা সত্য যে সবকিছুরই শুরু এবং শেষ আছে, কিন্তু ওই সময়ে আমি শেষ করতে চাইনি। সে কারণেই (ফেরার) দরজাটি সবসময় খোলা ছিল।’
১৯৯৩ সালে রোমায় যোগ দিয়ে ক্যারিয়ারজুড়ে ক্লবাটি হয়ে ৭৮৬ ম্যাচ খেলে ৩০৭ গোলের পাশাপাশি ২০৭টি অ্যাসিস্ট করেন তত্তি। ক্লাবটির সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার এবং গোলদাতাও তিনি।
২৪ বছরের ক্যারিয়ারে রোমার জার্সিতে ২০০০-০১ মৌসুমে সেরি-আ জেতেন তত্তি। এছাড়া দুটি করে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন এই ফুটবলার।
এছাড়া ১৯৯৬ সালে ইতালির জার্সিতে অভিষেকের পর ৫৮টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে ৮ গোলের পাশাপাশি ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন তিনি।
আরও পড়ুন: রেকর্ড গড়া জয়ে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি
২ মাস আগে
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মাদ শরীফ
ঘটনাবহুল ২০ বছরের ক্যারিয়ার পার করা ডানহাতি পেসার মোহাম্মাদ শরীফ শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন।
৪ বছর আগে