বিএসটিআই
কুমিল্লায় বিএসটিআইয়ের সঙ্গে বাজার পর্যবেক্ষণে শিক্ষার্থীরা
শেখ হাসিনা সরকার পতনের পর দ্রব্যমূলের মান নির্ধারণ এবং ওজন নিয়ে কারসাজি পর্যবেক্ষণে কুমিল্লায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে বাজার পর্যবেক্ষণে নেমেছেন শিক্ষার্থীরা। এসময় বাজারে ফল-ফলাদি, সবজি ও মাছ-মাংসের দোকানে ফরমালিন পরীক্ষা এবং ওজন পরিমাপক যন্ত্র ঠিক আছে কি না, সেসব দেখা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) কুমিল্লার রানির বাজারে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে দেখা যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের কাঁচাবাজারে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সব সবজির দাম বাড়তি
বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লার অন্যতম সমন্বয় রাশেদুল হাসান বলেন, ‘অনেকেই ফরমালিন পরীক্ষা কিংবা ওজনে কারচুপির বিষয়ে হাতে-কলমে কিছুই জানেন না। তাই বিএসটিআইয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সেসব জানিয়ে দেওয়া হচ্ছে, যেন তারা বাজার মনিটরিংয়ের সময় ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর খেয়াল রাখতে পারে।’
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের প্রধান কেএম হান্নান বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তাদের এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। আমরা শিক্ষার্থীদের নিয়ে বাজারগুলোর ওজন মাপার সকল যন্ত্র পর্যবেক্ষণ করব। এছাড়া দোকানদারদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন পণ্যের মোড়কে বা বস্তায় সঠিক ওজন ও মূল্য লিখে রাখেন। যদি কোথাও কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, শিক্ষার্থীরা সচেতন হলে বাজার পরিবর্তন হয়ে যাবে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের কানসাট: ঘুরে আসুন বাংলাদেশের বৃহত্তম আমবাজার
‘বাজারের এই মাথা-ওই মাথা ঘুরছি, কিছু কিনতে পারছি না’
২ মাস আগে
বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আন্তর্জাতিক মানের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিএসটিআইর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে দক্ষ জনবল নিয়োগ, যন্ত্রপাতির আধুনিকায়ন, বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন, ওয়ানস্টপ সেবা চালু ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এসব কর্মসূচি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে বিএসটিআই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি: শিল্পমন্ত্রী
সোমবার (২০ মে) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই সভাকক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় আইএসওর সদস্যপদপ্রাপ্ত প্রতিষ্ঠান বিএসটিআই প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ভোক্তা সাধারণের জন্য মানসম্পন্ন ভোগ্যপণ্য প্রাপ্তি নিশ্চিত করতে সুনাম এবং সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব এবং আঞ্চলিক ব্যবস্থার প্রেক্ষাপটে বিএসটিআই'র আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিএসটিআইর জন্য ল্যাবরেটরি সমৃদ্ধ ১০টি আঞ্চলিক কার্যালয় স্থাপন, আমদানি ও রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানের জন্য চট্টগ্রাম এবং খুলনা বিএসটিআই কার্যালয়কে আধুনিক ল্যাবরেটরি-সমৃদ্ধ কার্যালয়ে রূপান্তর, বিএসটিআইর পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি সম্প্রসারণের জন্য আরও ৬৮টি নতুন ল্যাব স্থাপন ও বিদ্যমান ল্যাব আধুনিকায়ন, দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য বিএসটিআই হালাল সার্টিফিকেট প্রদান, ওজন ও পরিমাপের আধুনিক সেবা নিশ্চিত করতে ২১টি নতুন ল্যাব স্থাপন ও বিদ্যমান ল্যাব আধুনিকায়ন এবং প্রয়োজনীয় জনবল সৃজন ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া, বিএসটিআইর কার্যক্রম বিভাগ থেকে জেলা পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সঠিক পরিমাপ। সে বিবেচনায় এ বছরের প্রতিপাদ্য বিষয়টি গুরুত্ব বহন করে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের মতো জটিল চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা লাভ এবং মোকাবিলা করার জন্য সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিমাপ গণনা ও তদারকির মাধ্যমে পরিবেশের কার্বনের পরিমাপ জানা যাবে, যা প্রকারান্তরে কার্বনদূষণরোধে সহায়ক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: জিআই স্বীকৃতির সঙ্গে গুণগত মানের দিকেও নজর দিতে হবে: শিল্পমন্ত্রী
নির্বাচনি ইশতেহার অনুযায়ী কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান শিল্পমন্ত্রীর
৫ মাস আগে
সিলেটে বিএসটিআইয়ের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
সিলেট নগরীতে পণ্যের গুনগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত অভিযান পরিচালনা করেছে বিএসটিআই।
মঙ্গলবার (২৯ আগস্ট) দিনভর নগরীর কয়েকটি প্রতিষ্ঠানে র্যাব-৯ ও বিএসটিআইয়ের সমন্বয়ে অভিযান চালানোর সময় ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি মামলা দেওয়া হয় এবং ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি) সুমন সাহা ও ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম।
আরও পড়ুন: দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে লাখ টাকা জরিমানা
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিএসটিআই সিলেট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকরস্থ বিসিক শিল্প নগরীর মেসার্স ওয়ান্ডার ফুডে উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার এবং ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ১ লাথ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অফিস সূত্রে আরও জানা গেছে, একই এলাকার মেসার্স সুমন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স বৈশাখী ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মান দণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৭০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ডিমের দামে কারসাজি, ভোক্তা অধিদপ্তরের জরিমানা
ডিএসসিসির মশকনিধন অভিযানে ৩ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায়
১ বছর আগে
সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) দায়ের করা একটি মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত এ আদেশ দেন।
বিএসটিআয় এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ খন্দকার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৯ সালে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। জব্দ করা তেল পরীক্ষা করে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন-এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। এ মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে হাজির হননি। দু’বছর ধরে তিনি আদালত থেকে সময় চেয়ে আসছেন।
বৃহস্পতিবার শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
আরও পড়ুন: কুড়িগ্রাম সদর থানার এসআই এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২ বছর আগে
বিএসটিআইয়ের বৈশ্বিক মানকে শক্তিশালী করতে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সক্ষমতা বাড়াতে সরকার একটি আধুনিক সুসজ্জিত ল্যাবরেটরি প্রতিষ্ঠার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
রবিবার বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যকে সার্টিফাই করতে উন্নত দেশের মতো বিএসটিআই-এর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: দেশের কোন চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি: শিল্পমন্ত্রী
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, বিএসটিআই ২০২১ সালের মে থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এক হাজার ৬৬৬টি ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করেছে।
২০১৯ সালে প্রায় দুই হাজার ৯৮৫ মামলা দায়ের করা হয়েছিল, যার ফলে ১৪.৯৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিএসটিআই এর নিয়ম লঙ্ঘনের দায়ে ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা, ২৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
এছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় বিভিন্ন কোম্পানির ১০ কোটি টাকার পণ্য জব্দ ও ধ্বংস করেছে বিএসটিআই।
২ বছর আগে
বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক ড. আজিজ মারা গেছেন
বাংলাদেশে পাটের পাল্প প্রযুক্তি উদ্ভাবনের অগ্রদূত এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সাবেক মহাপরিচালক ড. আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।
শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান বলে তার পরিবার জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
উত্তরা ছয় নম্বর সেক্টরের ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র নাজিউর রহমান মঞ্জুর বড় ভাই ছিলেন।ড. আজিজ বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কর্ণফুলী পেপার মিলস, জিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: আ’লীগ নেতা বদিউল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি বাংলাদেশ এনার্জি মনিটরিং ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
তিনি বিখ্যাত শিক্ষাবিদ ও রসায়নবিদ কুদরত ই খুদার সঙ্গে গবেষক হিসাবে কাজ করেন এবং বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) গবেষণা কর্মকর্তা হিসাবে তার কর্মজীবন শুরু করেন।
তিনি লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন।
বাংলাদেশের ভোলার সন্তান ড. আজিজ একজন কলম্বো প্ল্যান স্কলার ছিলেন।
আরও পড়ুন: আ’লীগ নেতা সারওয়ার জাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক হাবীবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে
নতুন ৪৩ পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করল বিএসটিআই
ভোক্তা সাধারণের মধ্যে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে নতুন ৪৩ নিত্যপ্রয়োজনীয় পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই।
৪ বছর আগে
পরিমাপে কারচুপির অপরাধে ২ পেট্রোল পাম্পকে জরিমানা
রাজধানীতে পরিমাপে কারচুপির অপরাধে সোমবার দুই পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
৪ বছর আগে
বগুড়ায় সনদ ছাড়া ভোজ্য তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে মনোগ্রাম ব্যবহার ও ভোজ্য তেল বাজারজাত করার দায়ে মাই এফএফ গ্লোবাল বিডিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে
ফেয়ার অ্যান্ড লাভলী হয়ে গেছে ফেসিয়াল লাভলী, কুমারিকা তেল কণ্যারিকা!
বাজারে প্রচলিত কুমারিকা তেল হয়ে গেছে কণ্যারিকা। ফেয়ার অ্যান্ড লাভলী হয়ে গেছে ফেসিয়াল লাভলী। সুগন্ধি ফগ হয়ে গেছে ফগস। দুবছরের অধিক সময় ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো এসব প্রসাধনী।
৪ বছর আগে