শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের কৈচড় বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম ও পাপিয়া সুলতানা।
জানা যায়, এদিন সকাল থেকেই সদরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে সদরের কৈচড়ের মাই এফএফ গ্লোবাল বিডির মালিক নাহিদ মামুন সারওয়ারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি ব্যবসা করে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআইর পরিদর্শক জুনাইদ আহমেদ জানান, রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে ভোজ্য তেল উৎপাদনকারীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে একটি বৈধ প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।