শিল্পায়ন
শিল্পায়ন ত্বরান্বিতকরণে দেশি বিদেশি বিনিয়োগে শিল্পমন্ত্রীর আহ্বান
রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিল্পায়ন ত্বরান্বিতকরণে দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি অটোমোবাইল, চিনি, এগ্রো ফুড প্রসেসিং এবং জাহার পুণঃপ্রক্রিয়াকরণ শিল্প সম্প্রসারণে অধিকতর জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, জাপান সরকার ইতোমধ্যে বাংলাদেশে অটোমোবাইল ও সার কারখানা স্থাপনে বিনিয়োগের আশ্বাস দিয়েছে। অন্যান্য সম্ভাব্য শিল্পেও আরও বিনিয়োগ চায় বাংলাদেশ।
আরও পড়ুনঃ এসডিজি অর্জনে শিল্পায়নের কোনো বিকল্প নেই: শিল্পমন্ত্রীরাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সাথে সৌজন্য সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ ও জাপান দূতাবাসের হেড অব ইকোনোমিক ডিপার্টমেন্টের প্রথম সচিব হারুতা হিরোকি এ সময়ে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দেশে ব্যাপক শিল্পায়ন ত্বরান্বিতকরণে শিল্প কারখানা স্থাপন ও বিনিয়োগসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।শিল্পমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। সুদীর্ঘ সময় ধরে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। পারস্পারিক সহযোগিতার এক্ষেত্রসমূহ আগামীতে আরও বিস্তৃত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
আরও পড়ুনঃ চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্ত নেই: শিল্পমন্ত্রীসাক্ষাৎকালে জাপানের মিতসুবিশি মটরস কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডির সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে আছে মর্মে জানানো হলে জাপানের রাষ্ট্রদূত এতে সন্তোষ প্রকাশ করেন। এ’মাসের মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডির (সম্ভাব্যতা সমীক্ষকরণ) সমঝোতা স্মারক হবে মর্মে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
করোনা মহামারি মধ্যেও কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সার উৎপাদন চলমান এবং সারাদেশে সার সরবরাহ অব্যাহত রয়েছে মর্মে জানানো হয়। এছাড়াও সারাদেশের সার সংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যে বাফার গোডাউন নির্মাণের বিষয়টি আলোচনা সভায় অবহিত করা হয়।
আরও পড়ুনঃ সরকারি ক্রয়ে এসএমই খাতের জন্য কোটা নির্ধারণের চেষ্টা চলছে: শিল্পমন্ত্রীবর্তমানে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশে রয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শিল্প প্রযুক্তি সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। সিরাজগঞ্জের নতুন সার কারখানা এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং ও রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে জাপান সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হলে জাপানের রাষ্ট্রদূত তাঁর সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
৩ বছর আগে
এসডিজি অর্জনে শিল্পায়নের কোনো বিকল্প নেই: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সোমবার বলেছেন, এজেন্ডা ২০৩০ (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শিল্পায়নের কোনো বিকল্প নেই।
৩ বছর আগে
খাদ্য উৎপাদনকে আক্রান্ত না করে শিল্পায়ন করুন: প্রধানমন্ত্রী
দেশে খাদ্য উৎপাদন না কমিয়ে দ্রুত শিল্পায়নের প্রতি মঙ্গলবার জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে
সোনাদিয়া দ্বীপে কোনো শিল্পকারখানা নয়, বললেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২০ অক্টোবর (ইউএনবি)- কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ইকোট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নের স্বার্থে সেখানে কোনো ধরনের শিল্পকারখানা প্রতিষ্ঠা না করতে রবিবার সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ বছর আগে
টঙ্গীতে রাসায়নিকের গুদাম স্থাপনে বিএসইসির উদ্যোগ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ইউএনবি)- পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) টঙ্গীতে গুদাম স্থাপনের উদ্যোগ নিয়েছে।
৫ বছর আগে
কর্মস্থলে ফিরেছে গাজীপুরের পোশাক শ্রমিকরা
গাজীপুর, ১৫ জানুয়ারিা (ইউএনবি)- সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে গাজীপুরে পুরোদমে কর্মস্থলে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা।
৫ বছর আগে
রাজধানীতে আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু
ঢাকা, ৯ জানুয়ারি (ইউএনবি)- রাজধানীতে ১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গামের্ন্টস মেশিনারি প্রদর্শনী শুরু হয়েছে আজ বুধবার। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী চলবে এ প্রদর্শনী।
৫ বছর আগে
গুজবে বিভ্রান্ত না হতে পোশাক শ্রমিকদের বিজিএমইএ প্রধানের আহ্বান
ঢাকা, ১৫ ডিসেম্বর (ইউএনবি)- ষড়যন্ত্রকারীদের ছড়ানো গুজবে বিভ্রান্ত না হতে পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।
৫ বছর আগে
জুলাই-নভেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ১২.০৭ শতাংশ বেশি রপ্তানি
ঢাকা, ১০ ডিসেম্বর (ইউএনবি)- তৈরি পোশাক খাতের কল্যাণে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি থেকে এক হাজার ৭০৭ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। যা লক্ষ্যমাত্রা এক হাজার ৫২৩ কোটি মার্কিন ডলারের চেয়ে ১২.০৭ শতাংশ বেশি।
৫ বছর আগে
পত্রিকার শিরোনাম দেখে মেডিকেল ছাত্রকে ডেকে সহায়তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ অক্টোবর (ইউএনবি)- সংবাদপত্রে ‘টাকার অভাবে মেডিকেলে পড়াশুনা নিয়ে সংশয়’ শিরোনাম দেখে অসহায় ওই ছাত্রকে ডেকে মঙ্গলবার শিক্ষা সহায়তা দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
৬ বছর আগে