স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
স্পিকারের সঙ্গে সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড শনিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, রোহিঙ্গা ইস্যু, সংসদ অধিবেশন এবং শান্তি মিশনে নারীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।
আরও পড়ুন: শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন: স্পিকার
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি পরিবারের স্বামী-স্ত্রী উভয়ের যৌথ নামে একটি বাড়ি প্রদান করা হচ্ছে, যার ফলে নারীদের অধিকার সুরক্ষিত হচ্ছে।’
শিরীন শারমিন বলেন, সরকার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য নগদ ভাতা প্রদান করছে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদির ব্যবস্থা করেছে, যা দেশের চরম দারিদ্র্যের হার কমিয়ে আনছে।
আরও পড়ুন: শ্রমিক-মালিক ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশের ভিত রচনা করতে হবে: স্পিকার
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী শান্তিরক্ষীদের প্রথম বৈঠকে তার অংশগ্রহণের কথা উল্লেখ করে স্পিকার বলেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারীরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের ও উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন ক্যাথরিন।
তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বিশেষ সহকারী দারাগ রাসেল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন স্পিকার শিরীন শারমিন
১ বছর আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বুধবার (আজ) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কাজী আউয়াল বলেন, আগামীকাল (বুধবার) সকাল ১১টায় নির্বাচন কমিশনে (ইসি) সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম এবং ইসি সচিব জাহাঙ্গীর আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সাক্ষাৎ চেয়েছেন সিইসি
জাতীয় সংসদের পরিচালক (জনসংযোগ) তারিক মাহমুদ বলেন, সিইসি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করেছেন।
এ বিষয়ে অবহিত হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। সিইসি স্পিকারকে অবহিত করেন যে তারা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত।
সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
আবদুল হামিদ ১৮ ফেব্রুয়ারি নির্বাচন হলেও ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৩ এপ্রিল।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
১ বছর আগে
জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন রবিবার বিকাল ৪টায় শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করছেন। এটি ২০২২ সালের প্রথম অধিবেশন এবং শীতকালীন অধিবেশন নামেও পরিচিত।
সংবিধানের ৭৩ (২) ধারা অনুযায়ী, প্রত্যেক বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২ সালের প্রথম অধিবেশনে ভাষণ দেয়া শুরু করেছেন।
পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদে প্রস্তাব গৃহীত হওয়ার আগে সংসদ সদস্যদের আলোচনায় অংশ নেয়ার কথা। এর আগে রাষ্ট্রপতির ভাষণের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আরও পড়ুন: জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু রবিবার
অধিবেশনের শুরুতে স্পিকার এবারের সংসদের ষোড়শ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেন।
প্যানেল সদস্যরা হলেন মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), এ বি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩), মঞ্জুর হোসেন (ফরিদপুর-১) ও পারভীন হক সিকদার (মহিলা আসন-৩৯)।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে সংযদের কার্যক্রম পরিচালনা করবেন।
সংসদ সচিবালয় অনুযায়ী, করোনার মধ্যে অধিবেশন হওয়ায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে একমঞ্চে ৩ বাংলাদেশি নারী
এর আগে গত বছরের ২৮ নভেম্বর জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়েছিল।
গত ১ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর ওপর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের ষোড়শ অধিবেশন আহ্বান করেন।
২ বছর আগে
নারীদের সুরক্ষায় কর্মস্থল-পাবলিক প্লেস সিসিটিভির আওতায় আনার অভিমত স্পিকারের
নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্মস্থলসহ পাবলিক প্লেসকেও সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার অভিমত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এসবের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সাংসদদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন: জীবনমানের উন্নয়নে সংসদীয় কার্যক্রম গতিশীল করতে হবে: স্পিকার
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সংবেদনশীল ও সচেতন হতে হবে এবং পরিবারের ছেলে সন্তানদের বাল্যকাল থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দিতে হবে। ধর্ষণ পরবর্তী করণীয় ঠিক করার পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে ইতোমধ্যে গৃহীত সকল পদক্ষেপের বাস্তবায়ন ও তদারকি করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: বিদ্বেষপূর্ণ বক্তব্য সমাজে বড় সমস্যা: স্পিকার
২ বছর আগে
স্পিকারের সাথে কাতারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বিদায়ী রাষ্ট্রদূত এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, করোনাকালীন জীবনযাত্রা, কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক: স্পিকার
স্পিকার বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর মধ্যেও সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ২০২১-২২ অর্থবছরের বাজেট সংসদে পাস হয়েছে। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমি বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণ আচরণ এবং বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনে রাখার মতো। কোভিড-১৯ মোকাবেলা করে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করেন তিনি। তাঁর নিজ দেশ কাতারে কোভিড ভ্যাক্সিন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সেখানে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন: বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানে কমনওয়েলথকে অভিনব ধারণা ও কৌশল অবলম্বন করতে হবে: স্পিকার
সাফল্যের সঙ্গে ছয় বছর বাংলাদেশে দায়িত্ব পালন করায় স্পিকার বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রগায়ন ও সুসংহতকরণে যে প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য। এ সময় ড. শিরীন শারমিন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে কাতারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমি।
রাষ্ট্রদূত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে কাতার সফরের আমন্ত্রণ জানালে পরিবর্তিত স্বাভাবিক পরিস্থিতিতে স্পিকার কাতার সফরের অভিপ্রায় ব্যক্ত করেন এবং রাষ্ট্রদূতের মাধ্যমে কাতারের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
উত্তরা বোটক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংসদে
উত্তরা বোটক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংসদে।
বুধবার সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ পাস করার সময় এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়ের করা যৌন নির্যাতনের মামলার প্রধান আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোমবার।
এর আগে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সোমবার সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
জানা যায়, গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরীমণি রাতে সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোড ক্লাবে এক ব্যক্তির সাথে জান। সেসময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। তিনি দাবি করেছেন যে ছয় জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
আরও পড়ুন: ‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
পরীমণি বলেন, ‘আমি সুইসাইড (আত্মহত্যা) করার মতো মেয়ে না। আজকে যদি আমি মরে যাই, সবাইকে জানাতে চাই, আমি সুইসাইড করবো না।’
৩ বছর আগে
সংসদে ৫ সদস্যের চেয়ারম্যান প্যানেল ঘোষণা
একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে (বাজেট) পাঁচ সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল মনোনীত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন- মো. শহিদুজ্জামান সরকার (নওগাঁ -২), এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), মো. মাজহারুল হক প্রধান (পঞ্চগড় -১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম -৫) এবং রুমানা আলী (মহিলা আসন-১৪)।
আরও পড়ুন: সংসদের বাজেট অধিবেশন বুধবার শুরু
ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা পর্যায়ক্রমে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
৩ বছর আগে
কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে নারী নির্যাতন ও সহিংসতা বেড়েছে: স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার বলেছেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে নারী নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
৩ বছর আগে
সংসদ প্রাঙ্গণে 'পিতা' প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ: স্পিকার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ প্রাঙ্গণে মার্চ মাসব্যাপী 'পিতা' প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
৩ বছর আগে