একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন রবিবার বিকাল ৪টায় শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করছেন। এটি ২০২২ সালের প্রথম অধিবেশন এবং শীতকালীন অধিবেশন নামেও পরিচিত।
সংবিধানের ৭৩ (২) ধারা অনুযায়ী, প্রত্যেক বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২ সালের প্রথম অধিবেশনে ভাষণ দেয়া শুরু করেছেন।
পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদে প্রস্তাব গৃহীত হওয়ার আগে সংসদ সদস্যদের আলোচনায় অংশ নেয়ার কথা। এর আগে রাষ্ট্রপতির ভাষণের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আরও পড়ুন: জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু রবিবার
অধিবেশনের শুরুতে স্পিকার এবারের সংসদের ষোড়শ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেন।
প্যানেল সদস্যরা হলেন মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), এ বি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩), মঞ্জুর হোসেন (ফরিদপুর-১) ও পারভীন হক সিকদার (মহিলা আসন-৩৯)।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে সংযদের কার্যক্রম পরিচালনা করবেন।
সংসদ সচিবালয় অনুযায়ী, করোনার মধ্যে অধিবেশন হওয়ায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে একমঞ্চে ৩ বাংলাদেশি নারী
এর আগে গত বছরের ২৮ নভেম্বর জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়েছিল।
গত ১ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর ওপর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের ষোড়শ অধিবেশন আহ্বান করেন।