ইভটিজিং
কুড়িগ্রামে 'ইভটিজিংয়ের প্রতিবাদ' করায় সংঘর্ষ, আহত ১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ইভটিজিংয়ের প্রতিবাদ’ করার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত তরুণ ও ভুক্তভোগী কিশোরীর বাবাসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি মিয়া (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার ৯ম শ্রেণির এক হিন্দু শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় ফুল ও চিঠিপত্র দিতেন এবং বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন। ৯ম শ্রেণির ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করে তার বাবাকে জানালে বিষয়টি মেয়েটির বাবা অভিযুক্ত ছেলের বাবা মো. হাছেন আলীকে জানান। এতে রনি ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে প্রাইভেটে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর হাত জোরপূর্বক ধরে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
মেয়েটির চিৎকারে তার জ্যাঠাত ভাই সুবাশিষ চন্দ্র ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বাবা, ভাই ও নিকট আত্মীয়সহ ১০ জন গুরুতর আহত হন।
আহতরা বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত।
প্রতিবাদকারী মেয়েটির ভাই সুবাশিষ চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনকে অভিযুক্ত রনি প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। আমরা দুইদিন আগে তাকে শাসন করার জন্য তার বাবাকে বিচার দিয়েছিলাম। সেই জেরে শনিবার সন্ধ্যার দিকে আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত রনি গুরুতর অসুস্থ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে রনির মা নাজমা বেগম মুঠোফোনে বলেন, আমার ছেলে ছাত্র মানুষ। এবার এইচএসসি পরীক্ষা দেবে। ওই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারাই শনিবার বিকালের দিক ফোনে ডেকে নিয়ে রড দিয়ে আমার ছেলের মাথায় মারে, সে হাসপাতালে ভর্তি। আমি বাধা দিতে গেছি আমাকেও মারছে। আমরা এর বিচার চাই।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আলী শেখ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। আমরা বিষয়টি দেখছি।
ফুলবাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র বলেন, আসলে বিষয়টি খুবই স্পর্শকাতর। দুই সম্প্রদায়ের দুইটি পরিবারের মধ্যে এরকম সংঘর্ষের ঘটনা দুঃখজনক। আমরা বিষয়টি থানাকে অবহিত করেছি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইভটিজিংয়ের শিকার চবি ছাত্রী, ৩ বহিরাগত আটক
কিশোরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ব্যক্তির মৃত্যু
১ বছর আগে
বাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর আসাদ গেট এলাকায় মঙ্গলবার সকালে বাসে কয়েকজন নারী যাত্রীকে ধাক্কা দেয়ার প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. রাব্বি হোসেন (২২) লালবাগের শহীদ নগর এলাকার বাসিন্দা।
শেরেবাংলা নগর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মঙ্গলবার সকালে রাব্বিসহ কয়েকজন দুটি বাস ভাড়া নিয়ে আজিমপুর থেকে ধামরাইয়ের একটি পার্কে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় বাসের নারী যাত্রীদের উত্যক্ত করায় ফারুক ও আরও কয়েকজনের সঙ্গে রাব্বির কথা কাটাকাটি হয়। ‘একপর্যায়ে ফারুক একজনকে ফোন করে ঘটনাটি জানায়। বাসটি আসাদ গেটে পৌঁছালে তিন থেকে চারজন লোক বাসে উঠে নির্বিচারে রাব্বি এবং শাওন নামের আরেক ব্যক্তি গুরুতর আঘাত করে পালিয়ে যায়।’
উৎপল আরও জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে বুধবার বেলা ১টার দিকে রাব্বির মৃত্যু হয়।
ওসি আরও জানান, বাসটিতে গাউসিয়া মার্কেটের কয়েকজন দোকানের শ্রমিক ও নিউমার্কেট এলাকার কয়েকজন শিক্ষার্থী ছিল।
২ বছর আগে
ইভটিজিংয়ের শিকার চবি ছাত্রী, ৩ বহিরাগত আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পসে বহিরাগতদের ইভটিজিংয়ের শিকার হয়েছেন এক ছাত্রী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ দায়েরের পর আজ আটককৃত বহিরাগত তিন যুবককে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় চবি কর্তৃপক্ষ।
ঘটনার প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আমানুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যায় ‘ছেলেগুলো সিএনজি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। দক্ষিণ ক্যাম্পাসের ওইদিক থেকে এক আপু হেঁটে জিরো পয়েন্টে আসছিল। এসময় শিক্ষক ক্লাবের সামনে সিএনজি থামিয়ে তাকে উত্যক্ত করে তারা। সে সময় আমি এগিয়ে গেলে চারজন পালিয়ে যায়। আমি দুজনকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করি। পরে পলাতকদের মধ্যে একজন নিজ থেকে আত্মসমর্পণ করে।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, 'এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিনজনকে আমরা আটক করেছি। ছাত্রীটি লিখিত অভিযোগ দিচ্ছে। আমরা থানায় প্রেরণ করে দিব। বাকি তিনজনের নাম ঠিকানা আমরা পুলিশকে দিয়ে দিব। পুলিশ তাদেরকে আটক করে ব্যবস্থা নেবে।'
পড়ুন: চবির চলন্ত শাটল ট্রেনে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
২ বছর আগে
চুয়াডাঙ্গায় ‘কিশোর গ্যাং’এর ৮ সদস্য আটক
চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া থেকে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আটজন কিশোরকে আটক করা হয়।
মঙ্গলবার ঝিনাইদহ র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক আট কিশোর অশ্লীল অঙ্গভঙ্গি, মোটরসাইকেলে বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে জড়িয়ে বিশেষ করে রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কাজ করে আসছিল। সোমবার আরামপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের এই আটজনকে আটক করা হয়েছে। এসময় তদের কাছ থেকে সাতটি মোবাইল ও ১৪টি সীম কার্ড উদ্ধার করা হয়।
আটক কিশোররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করে এবং নিজেদের সংশোধনের জন্য র্যাবের কাছে প্রতিশ্রুতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজ সেবা অধিদপ্তর, সিজিএম কোর্ট-এর প্রবেশন অফিসারের কাছে এই আট কিশোরকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে পাচার হওয়া কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ৩
হাজীগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোরের মৃত্যু
২ বছর আগে
মানিকগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে হত্যা
মানিকগঞ্জ সদর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নাদিয়া গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন (২০)রত্নাদিয়া গ্রামের মুনছের আলীর ছেলে। কয়েকজন যুবকের হামলায় গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে সেখানে তিনি মঙ্গলবার মধ্যরাতে মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তি খুন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানি আসার পর রত্নাদিয়া খালে গোসল করে রুবেলের প্রতিবেশী কিশোরীরা। সেখানে গোসলের অজুহাতে ওই কিশোরীদের ইভটিজিং করে শিপন ও তার বন্ধুরা। এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেলকে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়।
ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন জানান, স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রুবেল মারা যান।
আরও পড়ুন: ইভটিজিংয়ের অপরাধে মানিকগঞ্জে যুবকের কারাদণ্ড
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। খুব শিগগিরই এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
৩ বছর আগে
বিয়ে না করায় নার্সকে উত্যক্ত, যুবকের ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও সদর হাসপাতালের নার্সকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
৪ বছর আগে
সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে: আইজিপি
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী।
৪ বছর আগে
চবি ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
এক শিক্ষার্থীকে ইভটিজিং ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদীন পাঠানের বিরুদ্ধে।
৪ বছর আগে
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৫ ছাত্রকে ‘ন্যাড়া’ করে দিলেন শিক্ষক!
ঠাকুরগাঁও, ০৩ অক্টোবর (ইউএনবি)- বিনা অপরাধে ডেকে নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে পাঁচজন ছাত্রকে বেধড়ক মারপিট ও পরে ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
৬ বছর আগে