চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া থেকে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আটজন কিশোরকে আটক করা হয়।
মঙ্গলবার ঝিনাইদহ র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক আট কিশোর অশ্লীল অঙ্গভঙ্গি, মোটরসাইকেলে বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে জড়িয়ে বিশেষ করে রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কাজ করে আসছিল। সোমবার আরামপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের এই আটজনকে আটক করা হয়েছে। এসময় তদের কাছ থেকে সাতটি মোবাইল ও ১৪টি সীম কার্ড উদ্ধার করা হয়।
আটক কিশোররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করে এবং নিজেদের সংশোধনের জন্য র্যাবের কাছে প্রতিশ্রুতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজ সেবা অধিদপ্তর, সিজিএম কোর্ট-এর প্রবেশন অফিসারের কাছে এই আট কিশোরকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে পাচার হওয়া কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ৩