শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ মিলনায়তনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন আইজিপি।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের পথপ্রদর্শক। পুলিশ বাহিনী থেকে অবসর নিলেও আপনারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করতে পারেন। আপনারা সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে পারেন।’
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ পুলিশ দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে জাভেদ পাটোয়ারী বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুরক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমিতির সভাপতি ও সাবেক আইজিপি আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডিআইজি ওয়ালিউর রহমান ও সমিতির মহাসচিব মো. রফিকুল ইসলাম।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৫ জন প্রবীণ সদস্যকে এ সময় সম্মানিত করা হয়।