স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েল-হামাস যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ৯ মাস ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) এই তথ্য জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের লাশ হাসপাতালে আনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জনে।
চলমান এই যুদ্ধে আরও ৮৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
হতাহতদের মধ্যে কতজন সামরিক ও বেসামরিক তা স্পষ্ট করে জানাতে পারেনি মন্ত্রণালয়। তবে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।
এদিকে গাজায় পর্যায়ক্রমে যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাবের সর্বশেষ প্রতিক্রিয়া নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠক করার কথা ছিল। কারণ, ৯ মাসের যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা এক সপ্তাহের বিরতির পর আবারও শুরু হয়েছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের ‘যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা’ হামাসের প্রত্যাখ্যান
অন্যদিকে, ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ আরও বেড়েছে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা আগের দিন ইসরায়েলি বিমান হামলায় একজন সিনিয়র কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলে ২০০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
তুলনামূলকভাবে সংঘাত কম হলেও সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে। যা মধ্যপ্রাচ্যকে আরও ভয়ংকর যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে, মিত্র হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলে তারা হামলা বন্ধ করবে।
দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের সবাইকে মুক্তি দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের সমর্থন পেয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষই তা পুরোপুরি মেনে নেয়নি।
হামাস গত মাসে যুদ্ধবিরতির শর্ত ‘সংশোধনের’ প্রস্তাব করেছিল। তবে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কয়েকটি বিষয়কে অকার্যকর বলেছে। মূল প্রস্তাবটি ইসরায়েলের ছিল বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এটি যুদ্ধ সমাপ্ত করবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। যা হামাসের দাবিগুলোর মধ্যে একটি প্রধান দাবি।
আলোচনায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারকে আরেকটি বার্তা পাঠিয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে হামাস। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন প্রতিক্রিয়াটি পরীক্ষা করে দেখছে, এটিকে গঠনমূলক বলে অভিহিত করেছে তবে আরও কাজ করা দরকার বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ কথা বলেন।
আরও পড়ুন: দক্ষিণ গাজায় রাতভর ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাকে ঘিরে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহু বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ কথা বলেন। সংশোধিত প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েল সম্ভবত আরও পরামর্শ করবে।
হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাঈম বলেছেন, তারা আমেরিকার প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করেনি এবং দু'পক্ষের মধ্যকার ব্যবধান কমানোর জন্য কিছু ধারণা দিয়ে সাড়া দিয়েছে। হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া মিশরীয়, কাতার ও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ বিনিময় করেছেন বলে বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে মধ্যস্থতাকারী গ্রুপটি।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক সেনা ঘাঁটি ও কৃষক সম্প্রদায়ের ওপর অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এসময় আরও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। যাদের মধ্যে ১০০ জনেরও বেশি ইসরায়েলিকে নভেম্বরে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছে। হামাসের হাতে এখনও প্রায় ৮০ জন জিম্মি এবং ৪০ জনের লাশ রয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ৩৭ হাজর ৯০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধের ফলে গোটা অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ফলে গাজার ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন। বাসিন্দারা ব্যাপক ক্ষুধা ও সংকটের মধ্যে পড়েছেন। যা চরম দুর্ভিক্ষের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: অবিস্ফোরিত বোমা গাজাবাসীর জন্য বড় হুমকি: জাতিসংঘ
৩ মাস আগে
ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘ইত্যোমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা চলছে। রাত ১২টার ওষুধের দোকান বন্ধের কোন নির্দেশ আমরা দেইনি। এ বিষয়ে আলোচনা চলছে। তবে ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।’
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্যসেবা হল জরুরি সেবা। আমরা কোন হাসপাতালের টাইমিং কমাইনি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি৷ শুধু অফিস কেন্দ্রিক বা সিভিল সার্জন অফিস, সেখানে ৮-৩টা করেছি। তাছাড়া সকল হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময়টা অপরিবর্তিত থাকবে এবং ওষুধের দোকানের বিষয়ে আমরা বন্ধ করার জন্য কোন নির্দেশনা দেইনি।
তিনি বলেন, ‘ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। যে সমস্ত প্রতিষ্ঠান যারা জরুরি সেবা দিয়ে থাকে, সাধারণত বন্ধ রাখা হয় না। ফার্মেসিগুলো কিন্তু ২৪ ঘণ্টাই খোলা থাকে। এ বিষয়ে আমরা কোন নির্দেশনা দেইনি। সিটি কর্পোরেশন যদি এ বিষয়ে কিছু করে থাকে, আমরা তাদের সাথে আলোচনা করে একটা সুরাহা অবশ্যই করব। আমি মনে করি এটা ২৪ ঘন্টা খোলা থাকা প্রয়োজন।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই শুনেছি তখন থেকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খোলা ইনশাআল্লাহ থাকবে আমরা মনে করি। উনারা হয়তো বলেছিল রাতের বিষয়। এ বিষয়টা অবশ্যই আলোচনার প্রয়োজন থাকে। উনারা একটা সিদ্ধান্ত দিয়েছে, যে সিদ্ধান্ত আমাদের সাথে আলোচনা করে দেয়া হয়নি৷ আমরা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ইতোমধ্যে এ বিষয়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে বলেছি, আলোচনা করে এটাকে সরাহা করার জন্য।’
মন্ত্রী বলেন, ‘ওষুধের দোকানতো বন্ধ হয়নি। এটাতো গতকালকের বিষয়৷ এক সপ্তাহ পার হয়নি। গত পরশু ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে। গতকালকে হয়তো এ বিষয়টি বলেছে৷ এ বিষয়ে আমরা গতকালই জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমরা বলেছি। ওষুধের দোকান বন্ধ থাকবে না, খোলা থাকবে। কারণ এটা একটা প্রয়োজনীয় জিনিস। যেভাবে হাসপাতাল খোলা থাকবে, সেভাবে ওষুধের ব্যবস্থাও থাকবে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালেতো ওষুধ সরাসরি যায়। সেখানেতো বন্ধ থাকার কোন সুযোগ নেই৷ ফার্মেসিগুলোর কথা হয়তো বলেছে, এ বিষয়ে আমরা, সেটাকেও খোলা রাখার আমরা ব্যবস্থা নেব।
এর আগে ২২ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতাল সংলগ্ন নিজস্ব ওষুধের দোকান রাত দুইটা পর্যন্ত খোলা রাখা যাবে।
এতে বলা হয়, শপিংমল, সব ধরনের দোকানপাট, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, কাঁচাবাজার, মার্কেট ও স্থাপনা রাত ৮টায় বন্ধ করতে হবে। খাবার দোকান ও রেস্টুরেন্ট রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। তবে রাত ১১টা পর্যন্ত খাবার সরবরাহ করা যাবে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এসব নির্দেশনা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পড়ুন: হোটেল ও রেস্টুরেন্ট রাত ১০টার পর বন্ধ থাকবে: ডিএসসিসি
সরকার জ্বালানি খাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনগণের টাকা লুটপাট করছে: বিএনপি
২ বছর আগে
আর্জেন্টিনায় প্রথম মাঙ্কিপক্স শনাক্ত
আর্জেন্টিনায় স্পেন থেকে আগত এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীর অবস্থা ভালো, লক্ষণ অনুযায়ী চিকিৎসা চলছে এবং ক্লিনিকে তিনি তার ঘনিষ্ঠ পরিচিতিদের অধীনে আছেন। এখন পর্যন্ত তার এপিডেমিওলজিকাল কন্ট্রোল উপসর্গ নেই।
আরও পড়ুন: মাঙ্কিপক্স: পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান
মন্ত্রণালয় জানায়, প্রথমেই তার নমুনা পরীক্ষা করে ফলাফলে সংক্রমণ ইতিবাচক প্রতিবেদন পাওয়া যায়, যা অর্থোপক্সের অর্ন্তভুক্ত ইউরেশিয়ান-আফ্রিকান গ্রুপের ভাইরাস বলে নিশ্চিত করা হয়।
পরবর্তীকালে, জিনোম সিকোয়েন্সিং পশ্চিম আফ্রিকান ক্লেডের সঙ্গে হোমোলজি মিশে বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শুরু হয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন: আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত
স্বাস্থ্য মন্ত্রণালয় এই উপসর্গ থেকে দূরে থাকতে মুখে মাস্ক পরার আহ্বান জানিয়েছে, এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোনো সমস্যা হলে অবিলম্বে স্বাস্থ্য ব্যবস্থাপকের সঙ্গে পরামর্শ করার অনুরোধ করা হয়েছে।
২ বছর আগে
যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও প্রায় ২৫ লাখ ডোজ পৌঁছেছে
কোভ্যাক্স সুবিধার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজার টিকার আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ দেশে পৌঁছেছে। রবিবার সকাল ৮টা ২৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফাইজার টিকার ৪৬ লাখ ডোজের আরেকটি চালান ১০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ২৮ ডিসেম্বর থেকে ফাইজার টিকার সঙ্গে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। শনিবার (১ জানুয়ারি) পর্যন্ত ফাইজার টিকার সঙ্গে ৩৫ হাজার ৭৩৮ বুস্টার ডোজ দেয়া হয়েছে।
ইতোমধ্যে, ৬১ হাজার ৫৩৯ জন ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন এবং ১৭ লাখ ৪৫ হাজার ৯৯৬ জন শনিবার পর্যন্ত ফাইজারে দ্বিতীয় ডোজ পেয়েছেন।
জাতীয় কোভিড-১৯ টিকাদান অভিযানকে সমর্থন করতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়া জোরদার করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
বাংলাদেশ ২১ জুন কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য ঢাকার তিনটি কেন্দ্রে ফাইজার-বায়োটেক টিকার প্রথম ডোজ পরিচালনা শুরু করেছে।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের পিল কার্যকর
বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
২ বছর আগে
ওমিক্রন: ক্লাস নেয়ার দিন বাড়ানো যাবে না, চলবে এইচএসসি পরীক্ষা
ঢাকা, ৩০ নভেম্বর (ইউএনবি)- করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন এর চোখ রাঙানি থাকলেও বর্তমান অবস্থার মতোই চলবে শিক্ষা কার্যক্রম। সাপ্তাহিক ক্লাস নেয়ার দিন বাড়ানো যাবে না, একই সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, স্কুল ও কলেজের বিষয়ে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায়ই রাখতে বলেছি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্কুলে ক্লাস নেয়ার দিন বাড়াতে নিষেধ করেছি।
আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনও তো ওমিক্রন দেশে আসেনি, ছড়ায়ওনি। এখনও তো জীবনযাত্রা যেভাবে আছে, চলবে। পরীক্ষাও চলবে। যেখানে সতর্ক হওয়া দরকার। সেখানে আমরা সতর্কতা অবলম্বন করব ও প্রস্তুতি নেয়ার জন্য বলে দিয়েছি।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে শাবিতে মোটরসাইকেল সেবা
শিক্ষার্থীদের টিকা দেয়ার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, শিক্ষার্থীদের টিকা আমরা দিয়েছি। কিন্তু আমরা যে রকম আশা করেছিলাম। সেই পর্যায়ে আমরা যেতে পারিনি। ৭/৮ লাখ শিক্ষার্থীকে দেখা হয়েছে, আমরা আশা করেছিলাম আরও বেশি দেয়ার জন্য। আমরা চেষ্টা করছি যাতে এটা বাড়ানো যায়। আমরা তো রেজিস্ট্রেশন ছাড়াও শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করেছি।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি নির্বাচন চলবে, তবে এটা যাতে স্বাস্থ্যবিধি মেনে হয়। সভা-সমাবেশ সীমিত করতে বলা হয়েছে। এখনও তো আমরা ভাল আছি, আমরা প্রস্তুতি নিচ্ছি।
বিজয় দিবসকে সামনে রেখে সরকার বড় ধরণের সমাবেশ করবে, কিন্তু আপানারা সভা-সমাবেশ কমিয়ে আনার কথা বলছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনটা তো গত সাতদিনের বিষয়। এসব অনুষ্ঠানগুলো বহু আগে থেকে সিদ্ধান্ত নেয়া, বছরব্যাপী প্রস্তুতি নেয়া হয়েছে। এখন আমরা অনুরোধ করব, স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানগুলো করতে।
আরও পড়ুন: কুমিল্লায় ৯ বছরে ঝরে পড়েছে দেড় লক্ষাধিক জেএসসি পরীক্ষার্থী
মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
২ বছর আগে
এখন সর্বত্র ‘চরম নৈরাজ্য’: মির্জা ফখরুল
দেশে সুশাসনের অভাবে সব মহলে ‘চরম পর্যায়ের নৈরাজ্য’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১৭টি ফাইল গায়েব হয়েছে এবং এ ব্যাপারে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি বর্তমান শাসন ব্যবস্থার অবস্থা।’
শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর ওপর লেখা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এই বিএনপি নেতা বলেন, ‘শুধু স্বাস্থ্য খাতে নয়, প্রতিটি সেক্টরে এবং সর্বত্র চরম নৈরাজ্য বিরাজ করছে। কারণ তাদের (ক্ষমতাসীন দলের নেতাদের) মূল লক্ষ্য অর্থ উপার্জন করা।’
ফখরুল বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে যখন মানুষ মারা যাচ্ছে এবং ভয়ঙ্কর সময় পার করছে, তখন ক্ষমতাসীন দলের লোকজন ও সরকারি কর্মচারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রুত টাকা আদায়ে ব্যস্ত।
আরও পড়ুন: সরকার পরিবর্তন এখন জনগণের দাবি: মির্জা ফখরুল
এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির একজন চালক ৪০০ কোটি টাকার মালিক। দেশে এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে,’ বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন ভিসি টাকা কামানোর জন্য এক রাতে ১৬৯ জনকে নিয়োগ দিয়েছেন। আমরা যে বর্তমান সমাজ তৈরি করেছি তার থেকে ভালো কিছু আশা করা খুবই কঠিন।’
তিনি বলেন, ‘সরকার শিক্ষা খাতের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ দেয় না। কারণ মেগা প্রকল্প গ্রহণ করে দুর্নীতি করাই এর মূল উদ্দেশ্য। তারা মেগা প্রকল্পের জন্য বরাদ্দ করে যেখান থেকে তারা কমিশন পেতে পারে এবং সম্পদ অর্জন করতে পারে।’
জনগণের কল্যাণে কাজ করা এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার দিকে সরকারের কোনো মনোযোগ নেই বলেও অভিযোগ করেন ফখরুল।
তবে তিনি সবাইকে হতাশ না হওয়ার আহ্বান জানান কারণ তিনি বিশ্বাস করেন, একটি ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে।
আরও পড়ুন: নির্বাচনী মাঠ খালি করছে সরকার: ফখরুল
তিনি বলেন, এখন জনসাধারণের মনে একটি বড় প্রশ্ন আসলে কবে পরিবর্তন আসবে এবং কবে আমরা এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব? আমি বলতে চাই, আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। কারণ এই দেশের মানুষ কখনো পরাজিত হয়নি,’ বিএনপি নেতার পর্যবেক্ষণ।
তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ১৯৭১ ও ১৯৯০ সালের মতো আবারও জনগণকে জেগে উঠতে হবে।’
আরও পড়ুন: পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
৩ বছর আগে
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল চেয়ে নোটিশ
২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ‘ত্রুটিপূর্ণ ফলাফল’ বাতিল ও সংশোধনপূর্বক নতুন মেধা তালিকা প্রণয়ন করে মেডিকেল কলেজগুলোয় ছাত্র-ছাত্রী ভর্তির জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার ২৪৮ জন পরীক্ষার্থীর পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এ নোটিশে বলা হয়, গত ৪ এপ্রিল প্রকাশিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে অসংখ্য ভুল এবং বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে।
গত ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী, একজন পরীক্ষার্থী কোনও মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় তিনি যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে তার মোট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কর্তন করা হবে। আবার কোনও পরীক্ষার্থী যদি গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে তার ৫ নম্বর কাটা যাবে।
আরও পড়ুন: রবিবারের এমবিবিএসের চূড়ান্ত পেশাগত পরীক্ষা স্থগিত
কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায়, অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রেই এ নিয়মটি মানা হয়নি। যেসব পরীক্ষার্থীদের ৭.৫ নম্বর কর্তন করার কথা সেখানে মাত্র ৫ নম্বর কর্তন করা হয়েছে। ফলে ওইসব ভর্তি পরীক্ষার্থীদের ২.৫ নম্বর বেশি দিয়ে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে। আবার প্রথমবার পরীক্ষায় যেখানে কোনও নম্বর কাটার কথা নয় সেখানে অনেক পরীক্ষার্থীর ৫ নম্বর কেটে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যপুস্তক অনুযায়ী অন্তত দু’টি নৈর্ব্যক্তিক প্রশ্নের সঠিক উত্তর ছিল দু’টি করে। সেই সঙ্গে অন্তত তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের কোনো সঠিক উত্তর ছিল না। সংরক্ষিত জেলা ও উপজাতি কোটার আসন পূরণেও ব্যাপক অসঙ্গতি রয়েছে।
ঢাকা জেলা কোটায় আবেদনকারী পরীক্ষার্থীকে দেখানো হয়েছে মেহেরপুর জেলার পরীক্ষার্থী হিসেবে।
উপজাতি কোটায় সংরক্ষিত আসনে অসংখ্য সাধারণ ছাত্র ছাত্রীকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট খারিজ
এসব ত্রুটি ও অসঙ্গতি রেখে মেধা তালিকা প্রণয়ন করার ফলে হাজার হাজার যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়ার পথে। তাই প্রকাশিত ফলাফল বাতিল করে এবং এসব ত্রুটি ও অসঙ্গতি সংশোধন করে নতুন মেধা তালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে: মন্ত্রী
ত্রুটিপূর্ণ মেধাতালিকার ভিত্তিতেই মেডিকেল কলেজগুলোয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে আগামী ২২ মে থেকে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্ততর।
নোটিশে আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২০-২১ শিক্ষাবর্ষে ত্রুটিপূর্ণ মেধা তালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা এবং ত্রুটিপূর্ণ মেধা তালিকা বাতিল করে ফলাফল পুনঃনিরীক্ষণ পূর্বক নতুন মেধা তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে।
৩ বছর আগে
খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান ইউএনবিকে বলেন, শনিবার সন্ধ্যায় বেগম জিয়া কোভিড পরীক্ষা করেছেন এবং আজ (রবিবার) পজিটিভ ফল এসেছে।
তিনি বলেন, আইসিডিডিআর,বিতে আরটি-পিসিআর পরীক্ষা করে খালেদার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বিএনপি নেতারা অবশ্য বলছেন যে তাদের কাছে এ জাতীয় কোনো তথ্য নেই।
গত সপ্তাহে খালেদার এক আত্মীয়ের সাথে দেখা হওয়ার পর তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। ‘এই কারণেই ম্যাডামের (খালেদার) পরিবার তার কোভিড পরীক্ষার উদ্যোগ নেয়, যদিও তার কোনো বড় কোনো জটিলতা নেই।’
দুর্নীতির মামলায় ২৫ মাস কারাভোগের পর করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নির্বাহী আদেশে ছয় মাস দণ্ড স্থগিত হওয়ায় গত বছরের ২৫ মার্চ সাময়িক মুক্তি পান সাবেক এ প্রধানমন্ত্রী।
একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি এবং তখন থেকেই গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন।
গত বছরের ২৭ আগস্ট আরও ছয় মাস এবং এরপর গত ১৫ মার্চ আরও ছয় মাসের জন্য তার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
আরও পড়ুন: নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার শুনানি ১৮ মার্চ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আদালত। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ দ্বিগুণ করে। একই বছরে তিনি আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। যদিও তার দল বলছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
৩ বছর আগে
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে কোভিড টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশে বহুল-আকাঙ্খিত কোভিড-১৯ মহামারির টিকাদান ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
৩ বছর আগে
কোভিড-১৯: ভারতে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে
প্রতিবেশী দেশ ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে।
৩ বছর আগে