কোভ্যাক্স সুবিধার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজার টিকার আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ দেশে পৌঁছেছে। রবিবার সকাল ৮টা ২৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফাইজার টিকার ৪৬ লাখ ডোজের আরেকটি চালান ১০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ২৮ ডিসেম্বর থেকে ফাইজার টিকার সঙ্গে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। শনিবার (১ জানুয়ারি) পর্যন্ত ফাইজার টিকার সঙ্গে ৩৫ হাজার ৭৩৮ বুস্টার ডোজ দেয়া হয়েছে।
ইতোমধ্যে, ৬১ হাজার ৫৩৯ জন ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন এবং ১৭ লাখ ৪৫ হাজার ৯৯৬ জন শনিবার পর্যন্ত ফাইজারে দ্বিতীয় ডোজ পেয়েছেন।
জাতীয় কোভিড-১৯ টিকাদান অভিযানকে সমর্থন করতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়া জোরদার করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
বাংলাদেশ ২১ জুন কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য ঢাকার তিনটি কেন্দ্রে ফাইজার-বায়োটেক টিকার প্রথম ডোজ পরিচালনা শুরু করেছে।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের পিল কার্যকর
বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র