মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আপিল আদালত শুক্রবার (১৯ আগস্ট) মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুজন ভুক্তভোগীর মামলা শুনানি শুরু করেছে।
ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় ডিস্ট্রিক্ট কোর্ট অব আপিলের তিন বিচারকের একটি প্যানেল ওয়েড রবসন ও জেমস সেফচাক নামের ওই দুজনের মামলা শুনানি শুরু করেছেন।
এই বিচারকদের মতে, এই দুজনের মামলা নিম্ন আদালতের খারিজ করা উচিত নয়। তারা জ্যাকসনের মালিকানাধীন দুটি কর্পোরেশনের সঙ্গে আইনগত লড়াই চালানোর বৈধ দাবি করতে পারে।
ক্যালিফোর্নিয়ার নতুন একটি আইনের পরিপ্রেক্ষিতে আপিল আদালত যৌন নির্যাতনের ঘটনাগুলো পুনরায় বিচার শুরু করেছে।
এর আগে ২০১৩ সালে রবসন এবং পরের বছর সেফচাক এই অভিযোগ উত্থাপন করেন।
তবে ২০১৯ সালে এইচবিও ডকুমেন্টারি ‘লিভিং নেভারল্যান্ড’-এ তাদের গল্প বলার জন্য দুই তরুণ ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।
একজন বিচারক ২০২১ সালের মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
তিনি বলেছিলেন, এমজেজে প্রোডাকশন ইনকরপোরেশন ও এমজেজে ভেনচারস ইনকরপোরেশন বয় স্কাউট বা চার্চের মতো কাজ করবে তা আশা করা যায় না। অভিযোগকারীরা আশা করছে প্রতিষ্ঠান দুটি শিশুদের সব ধরনের সুরক্ষার দেবে।
২০০৯ সালে মারা যাওয়া জ্যাকসন কোম্পানিগুলোর একমাত্র মালিক এবং একমাত্র শেয়ারহোল্ডার ছিলেন।
উচ্চ আদালতের বিচারকরা এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
তাদের প্রতিবেদনে উচ্চ আদালতের বিচারকরা লিখেছেন: ‘শিশুদের যৌন নির্যাতনকারী একজন কর্মচারীকে সুবিধা দেয় একটি প্রতিষ্ঠান এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না। কারণ যৌন নির্যাতনকারী নিজেই ওই প্রতিষ্ঠানের মালিক।’
তারা আরও বলেছে, ‘শুধু প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হওয়ার কারণে অপরাধীর কিছুই হবে না, এটা এক ধরনের বিকৃতি। তাই আমরা করপোরেশনগুলো জন্য দেওয়া রায় বাতিল করি।”
অন্যদিকে, জ্যাকসন এস্টেটের অ্যাটর্নি জোনাথন স্টেইনসাপির জানিয়েছেন তারা ‘হতাশ’।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বায়োপিকে অভিনয় করবেন ভাতিজা জাফর
স্টেইনসাপির অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) একটি ইমেলে বলেছেন, ‘দুইজন বিশিষ্ট বিচারক গত এক দশকে বারবার এই মামলাগুলো বহুবার খারিজ করেছেন।’
তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে মাইকেল এই অভিযোগগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবে। শুধুমাত্র অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাইকেলের মৃত্যুর কয়েক বছর পরে এসব মামলা করা হয়েছে।’
শুক্রবার স্টেইনসাপির বলেন, ‘আমরা বিশ্বাস করি আবারও মাইকেল ন্যায়বিচার পাবেন এবং আমরা জয়লাভ করব।’
রবসন ও সেফচাকের একজন অ্যাটর্নি ভিন্স ফিনাল্ডি একটি ইমেলে বলেছেন, তারা ‘সন্তুষ্ট এবং বিস্মিত নন’ যে আদালত পূর্ববর্তী বিচারকের ‘এই মামলাগুলোতে দেওয়া ভুল রায়গুলো বাতিল করেছেন।’
তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় এ ধরনের অপরাধে শাস্তির জন্য কোনো আইন ছিল না। তাই রাজ্য ও দেশজুড়ে শিশুরা বিপন্ন ছিল। আমরা ন্যায়বিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আরও পড়ুন: মাইকেল শিরোনামে নির্মিত হবে ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক
রবসন (৪০) একজন কোরিওগ্রাফার। তিনি ৫ বছর বয়সে জ্যাকসনের সঙ্গে পরিচিত হন। তিনি তিনটি জ্যাকসন মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
মামলায় তিনি অভিযোগ করেছেন, জ্যাকসন তাকে সাত বছর ধরে শ্লীলতাহানি করেছেন।
সেফচাক (৪৫) বলেন, পেপসির একটি বিজ্ঞাপনের চিত্রগ্রহণের সময় তিনি জ্যাকসনের সঙ্গে দেখা করেন। সেসময় তার বয়স ছিল ৯ বছর। জ্যাকসন তাকে প্রায়ই ডাকতেন এবং নির্যাতন করার আগে তাকে উপহার দিতেন।
এপি সাধারণত যৌন নির্যাতনের শিকারদের নাম প্রেকাশ করে না। কিন্তু রবসন ও সেফচাক তাদের পরিচয় ব্যবহারের অনুমোদন দিয়েছেন।
১ বছর আগে
মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করেছে ব্যান্ড চিরকুট।
আন্তর্জাতিক পরিসরে নানা মাত্রায় দেশের সুনাম অর্জনকারী ব্যান্ডটি বর্তমানে আমেরিকাজুড়ে কনসার্ট সফরে আছে। স্টেজ মাতানোর অবসরেই গত ১২ জুন বিখ্যাত এ স্টুডিওতে গান রেকর্ডের অভিজ্ঞতা অর্জন করেছে দলটি।
৭০-এর দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইমাজিন ড্রাগনস, চেইন-স্মোকারস, হুইটনি হিউস্টন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের অ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে।
আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অব অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ড করা হয়েছিল।
জানা যায়, আরও অনেক অনেক গান করেছেন তিনি এখানে। তার স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে।
এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হলো চিরকুটের গান ‘আহারে জীবন’।
আরও পড়ুন: বিটিএস’র ১০ বছর
১ বছর আগে
মাইকেল জ্যাকসনের বায়োপিকে অভিনয় করবেন ভাতিজা জাফর
কিংবদন্তী পপশিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এ নাম ভূমিকায় অভিনয় করবেন তার ২৬ বছর বয়সী ভাতিজা জাফর জ্যাকসন। আন্তোইন ফুকুয়ার পরিচালিত চলচ্চিত্রটির প্রযোজক অস্কার বিজয়ী ‘দ্য ডিপার্টেড’-খ্যাত গ্রাহাম কিং।
সোমবার জ্যাকসনের কাস্টিং ঘোষণা করা হয়েছে।
জাফর মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের দ্বিতীয় ছেলে। তিনি ২০১৯ সালে তার একক গান ‘গট মি সিংগিং’ প্রকাশ করেন। ‘মাইকেল’-এ অভিনয়ের মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হবে জাফর জ্যাকসনের।
প্রযোজক কিং এক বিবৃতিতে বলেছেন, ‘দুই বছর আগে জাফরের সঙ্গে আমার দেখা হয় এবং তারমধ্যে যেভাবে মাইকেলের কর্মশক্তি ও ব্যক্তিত্ব জৈবিকভাবে প্রকাশ পেয়েছে, তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘এটি এতটাই শক্তিশালী যে সারাবিশ্বে অনুসন্ধান চালানোর পরেও আমার মনে হয়, এই ভূমিকায় অভিনয়ের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে জাফর অপ্রতিদ্বন্দ্বী।’
ফুকুয়া ইনস্টাগ্রামে মাইকেল জ্যাকসনের চরিত্রের কস্টিউম পড়া জাফরের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন: মাইকেল শিরোনামে নির্মিত হবে ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক
ফুকুয়া এক বিবৃতিতে আরও বলেছেন যে জাফরের ‘মাইকেল ও ক্যামেরার সঙ্গে দুর্দান্ত রসায়ন তৈরি করার প্রাকৃতিক ক্ষমতা রয়েছে।’
অন্যদিকে এক টুইটে জাফর বলেছেন, আমি ‘আমার আংকেল মাইকেলের গল্পকে জীবন্ত করে তোলার সুযোগ পেয়ে কৃতজ্ঞ ও সম্মানিত’।
‘মাইকেল’ হবে ২০০৯ সালে মারা যাওয়া পপ তারকা মাইকেল জ্যাকসনের একটি স্বীকৃত বায়োপিক। ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘দ্য অ্যাভিয়েটর’-খ্যাত চিত্রনাট্যকার জন লোগান এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন। প্রয়াত এই গায়কের সম্পত্তি থেকে পাওয়া আর্থিক সহযোগিতায় এটি নির্মিত হচ্ছে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, ‘জাফর আমার ছেলেকে মূর্ত করে তুলেছে। তার বিনোদন ও পারফরমেন্স জ্যাকসন উত্তরাধিকারীকে বহন করতে দেখে খুব ভালো লাগছে।’
‘মাইকেল’ ছবির শুটিং এ বছরই শুরু হবে।
আরও পড়ুন: ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ টানা ৭ সপ্তাহ বক্স অফিসে শীর্ষে
পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
১ বছর আগে
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
এমটিভি বার্ষিক মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে এ বছর ‘বর্ষসেরা ভিডিও’র পুরষ্কার জিতেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। তার ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ (১০ মিনিট সংস্করণ) এর জন্য বছরের সেরা ভিডিও’র পুরষ্কার জিতেছেন সুইফট।
রবিবার নিউ জার্সির নিউইয়র্কের প্রুডেনশিয়াল সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণীর মঞ্চেই সুইফট তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশের ঘোষণা দিয়েছেন।
সুইফট বলেন, ‘আমার নতুন অ্যালবাম আগামী ২১ অক্টোবর প্রকাশিত হবে।’
পুরষ্কার বিতরণীর অনুষ্ঠানের পর রবিবারই সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে সুইফট জানান, ‘মিডনাইটস’ নামের আসন্ন ১০ম অ্যালবামটিতে তার ‘সারা জীবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৩টি ঘুমহীন রাতের গল্প’ আছে।
এর আগে সর্বশেষ দুই বছর আগে তিনি ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ প্রকাশ করেন। এর মধ্যে ‘ফোকলোর’ ২০২১ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা অ্যালবামের পুরষ্কার জেতে।
অনুষ্ঠানে সুইফট তার বক্তব্যে দোজা ক্যাট ও অলিভিয়া রদ্রিগোসহ অন্যান্য নারী পপ শিল্পীদের প্রশংসা করেন।
অন্যদিকে র্যাপার জ্যাক হার্লো ও লিল নাস এক্স ইন্ডাস্ট্রি বেবির জন্য ‘সেরা সহযোগী’র পুরষ্কার জিতেছেন। হার্লো এদিন তার হিট গান ‘ফার্স্ট ক্লাস’ পরিবেশন করেন।
আরও পড়ুন: বছরের সেরা শিল্পী টেইলর সুইফট
এদিকে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলার রায়ের প্রায় তিন মাস পরে অভিনেতা জনি ডেপ শো চলাকালীন ‘মুন ম্যান’ হিসেবে উপস্থিত হন। ৫৯ বছর বয়সী এই অভিনেতা তার মুখের সঙ্গে ডিজিটালভাবে কাস্টম হেলমেটে ঢোকানো আইকনিক মহাকাশচারীর পোশাক পরে পারফর্ম করেন।
এ বছর লিজোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’ বছরের সেরা গান হিসেবে পুরষ্কার জিতেছে এবং হ্যারি স্টাইলসের ‘হ্যারিস হাউস’ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে।
অনুষ্ঠানে লিজো তার নতুন সলো মিউজিক ‘টু বি লাভড (অ্যাম আই রেডি) পরিবেশন করেন।
অন্যদিকে, নিকি মিনাজ ও চিলি পেপারস যথাক্রমে সেরা হিপ-হপ এবং সেরা রকের জন্য পুরষ্কার জিতেছেন।
এছাড়াও নিকি মিনাজ ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন। কিংবদন্তী সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের নামে এই পুরষ্কারের নামকরণ করা হয়েছে।
তার বক্তব্যের সময় মিনাজ অন্যান্য সঙ্গীত আইকন যেমন জ্যাকসন, হুইটনি হিউস্টন, লিল ওয়েন ও কানি ওয়েস্টকে শ্রদ্ধা জানান। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন।
অন্যদিকে, ‘গ্রুপ অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে জনপ্রিয় কোরিয়ান মিউজিক ব্যান্ড ‘বিটিএস’। এছাড়া ব্ল্যাকপিঙ্ক, সিটি গার্লস, ফু ফাইটারস, ইমাজিন ড্রাগনস, মানেস্কিন, রেড হট চিলি পিপারস ও সিল্ক সোনিক এর মত ব্যান্ডগুলোও এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল।
‘লালিসা’র জন্য সেরা ‘কে-পপ’ পুরস্কার জিতে নিয়েছেন ব্ল্যাকপিঙ্কের লিসা।
অনুষ্ঠানে অ্যানিটা, ব্ল্যাকপিঙ্ক, লিজো, মানেস্কিন, জ্যাক হার্লো, জে বালভিন, মার্শমেলো এক্স খালিদ এবং প্যানিকের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।
এছাড়া কেন ব্রাউন দেশের প্রথম পুরুষ গায়ক হিসেবে ভিএমএ’তে পারফর্ম করে ইতিহাস গড়েছেন।
`গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড’ জিতেছেন রেড হট চিলি পিপারস।
আরও পড়ুন: নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
ফের বিয়ে উদযাপন করলেন লোপেজ-আফ্লেক
২ বছর আগে
মাইকেল শিরোনামে নির্মিত হবে ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক
‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের জীবনকে উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র; শিরোনাম ‘মাইকেল’। গত ৭ ফেব্রুয়ারি বিখ্যাত মুভি নির্মাণ ও সম্প্রচার প্রতিষ্ঠান লায়ন্সগেটের প্রেসিডেন্ট জো ড্রেকের এই আনুষ্ঠানিক ঘোষণায় এম জে (মাইকেল জ্যাকসন) ভক্তরা তাদের প্রিয় তারকাকে নতুন করে বড় পর্দায় দেখতে মুখিয়ে উঠলো। চার দশক ধরে পপ সঙ্গীতে আধিপত্য বিস্তার করা এই সেরা স্টেজ পারফর্মারকে নিয়ে ইতোমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু তথ্যচিত্র। চলুন, সবেমাত্র নির্মাণের প্ল্যাটফর্মে ওঠা মুভিটি নিয়ে কিছু কথা জেনে নেয়া যাক।
মাইকেল জ্যাকসন দ্যা কিং অফ পপ
পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন; জন্ম ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের গ্যারি শহরে। জোসেফ ওয়াল্টার জ্যাকসন ও মা ক্যাথরিন এসথার জ্যাকসনের দশ সন্তানের মধ্যে তিনি আট-তম। আফ্রো-আমেরিকান দরিদ্র জ্যাকসন পরিবারের বসতি ছিল জ্যাকসন স্ট্রীটে। ইউএস স্টীলের ক্রেন অপারেটর হিসেবে বাবার চাকরি আর সিয়ার্সে খণ্ডকালীন কর্মরত মায়ের উপার্জন দিয়ে চলতো সংসারের খরচ। বাবা অবশ্য সংসারের খরচে সামঞ্জস্য আনার জন্য ফ্যালকন্স নামের একটি লোকাল ব্যান্ডের সাথে গিটারও বাজাতেন।
পড়ুন: ‘মাসুদ রানা’র লেখক-প্রকাশক কাজী আনোয়ার হোসেন আর নেই
১৯৬৪ সালে বাবার সৃষ্টি করা ভাইদের নিয়ে জ্যাকসন ফাইভ ব্যান্ডের মাধ্যমে শুরু হয় মাইকেল জ্যাকসনের সঙ্গীত জীবনে পথ চলা। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর পঞ্চম একক অ্যালবাম ‘অফ দ্য ওয়াল’ তাকে একক সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।
মাইকেল জ্যাকসন সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের এ্যালবামের শিল্পীদের একজন। সারা বিশ্বে তাঁর বিক্রিত গানের রেকর্ড সংখ্যা আনুমানিক প্রায় ৪০০ মিলিয়ন। তিনি একমাত্র পুরুষ শিল্পী হিসেবে ১৩ বার বিলবোর্ড হট হান্ড্রেডে শীর্ষস্থানে ছিলেন। এই তালিকায় প্রথম শিল্পী হিসেবে এককভাবে শীর্ষ দশ-এ ছিলেন গোটা পাঁচ দশক জুড়ে। তাঁর অর্জনের মধ্যে রয়েছে ১৫টি গ্র্যামি, ৬টি ব্রিট, একটি গোল্ডেন গ্লোব এবং সর্বকালের সবচেয়ে সফল এন্টারটেইনার সহ ৩৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এছাড়াও রয়েছে দুইবার রক অ্যান্ড রোল হল অফ ফেম, ভোকাল গ্রুপ হল অফ ফেম, সং রাইটারস হল অফ ফেম, একমাত্র শিল্পী হিসেবে দ্যা ডান্স হল অফ ফেম, এবং রিদম অ্যান্ড ব্লুজ মিউজিক হল অফ ফেম।
আরও পড়ুন: মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কেন জরুরি?
মাইকেল জ্যাকসনকে নিয়ে নতুন সিনেমার চিত্রপট
মাইকেল সিনেমার গল্পে একজন জটিল মানসিকতার মানুষের একজন পপসম্রাট হয়ে ওঠার দিকটি গভীরভাবে চিত্রিত করা হবে। এর সাথে পরিবেশন করা হবে জ্যাকসনের সৃজনশীলতার অসামান্য ছাপের ফলে সৃষ্ট ইতিহাসকে।
২০১৯-এ ‘লিভিং নেভারল্যান্ড’ শিরোনামের এইচবিও তথ্যচিত্রে জ্যাকসন কিংবদন্তির একটি কালো অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করা হয়। কোরিওগ্রাফার ওয়েড রবসন এবং প্রাক্তন শিশু অভিনেতা জেমস সেফচাকের শৈশব থেকে প্রয়াত গায়কের সাথে সম্পর্কের ঘটনা তুলে ধরা হয়। এখানে জ্যাকসনে বিরুদ্ধে আনা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো বিশদ আকারে উপস্থাপন করা হয়।
পড়ুন: নিউইয়র্ক সিটি ফ্যাশন উইকে ট্রান্স মডেল হিসেবে বাংলাদেশের তাসনুভা আনান শিশির
তাকে নিয়ে নির্মিত সম্প্রতি ‘মিউজিক্যাল এম জে’ নামের ব্রোডওয়ে শোটিতে আলোকপাত করা হয় ১৯৯২ সালের একটি সময়কে, যখন বিপজ্জনক ওয়ার্ল্ড ট্যুরের জন্য জ্যাকসন প্রস্তুতি নিচ্ছিলেন। এটি ছিলো তাঁর বিরুদ্ধে আসা প্রথম শিশু যৌন নির্যাতনের অভিযোগের কিছু সময় আগে।
জ্যাকসন সেই অভিযোগটি অস্বীকার করেন এবং অভিযুক্তের দেওয়ানি মামলা নিষ্পত্তি করেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি আবারো শিশু শ্লীলতাহানির জন্য অভিযুক্ত হন এবং মামলায় নির্দোষ প্রমাণিত হন। ২০০৯ সালে ৫০ বছর বয়সে গায়ক মারা গেলেও কিংবদন্তিটির রেশ রয়ে যায় তাঁর নামের সাথে।
পড়ুন: সিরাজুল ইসলাম চৌধুরী, আফসান চৌধুরীসহ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক
‘মিউজিক্যাল এমজে’ শো’তে সঙ্গীত শিল্পীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি থেকে সেই কালো অধ্যায়টি বাইরে রাখা হলেও মাইকেল সিনেমায় তার প্রভাব পড়বে কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
২ বছর আগে
‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানে কণ্ঠ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিশ্বকে সংহতির বার্তা দিতে স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানের একটি মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে