জাতিসংঘের ২৬ জন প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রদূতের সাথে কন্ঠ মেলানো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সমগ্র বিশ্বের অর্থনৈতিক কমকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশসমূহের সাথে সমন্বয় করে এ সমস্যা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তির বছরে এই সংকটময় মুহুর্তে এ সংস্থার বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ সংগীতের মাধ্যমে এ সমস্যা মোকবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এ গানটি উৎসর্গ করা হয়েছে।
এছাড়া এ গানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় ‘সলিডারিটি রেসপন্স ফাণ্ডে’ অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেসপন্স ফান্ডে অনুদানকে উৎসাহিত করতে চায় জাতিসংঘ। আর এরই অংশ হিসেবে ভিন্নধমী এ মিউজিক ভিডিও গানের আয়োজন করেছেন তারা।
ইউএনরক্স-এর প্রতিষ্ঠাতা সদস্য সিমোনা-মিরেলা মিকুলেসকুর উদ্যোগে জাতিসংঘের রাষ্ট্রদূতদের সমন্বয়ে প্রথমেএ সংগীত গোষ্ঠী গঠন করেছেন।