নেইমার
ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রাজিল সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে।
ব্রাজিল কোচ তিতে একটি আক্রমণাত্মক স্কোয়াড দিয়ে শুরু করেছিলেন। যাতে চারজন ফরোয়ার্ড ছিলেন - নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসন। আক্রমণাত্মক মিডফিল্ডার লুকাস পাকেতা একাই সার্বিয়ার রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরোর সঙ্গে খেলেন।
কিন্তু সার্বিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়ও দুর্দান্ত খেলে ব্রাজিলকে আটকে রাখতে চেষ্টা করে।
তবে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা ছিলেন অপ্রতিরোধ্য।
৩০ বছর বয়সী নেইমার তার তৃতীয় বিশ্বকাপে ব্রাজিলের প্রধান আকর্ষণের কেন্দ্রে পৌঁছেছেন।
ব্রাজিল শেষ ২০টি উদ্বোধনী খেলায় ১৭টি জয় নিয়ে অপরাজিত রয়েছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: পর্তুগালের কাছে ৩-২ গোলে ঘানার পরাজয়
জি গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
এর আগে ২০১৮ সালেও ব্রাজিল ও সার্বিয়া গ্রুপ পর্বে খেলেছিল। সেবারও ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হারায়।
ব্রাজিল একাদশ
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র। কোচ: তিতে
সার্বিয়া একাদশ
মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, মিলাদেনোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, গুদেহ, লুকিচ, জিভকোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ। কোচ: দ্রাগান স্টোকোভিচ
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ-২০২২: উরুগুয়ে-দ. কোরিয়া শূন্য গোলে মাঠ ছাড়ল
পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১ বছর আগে
বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোসা নিহত
ব্রাজিলের অন্যতম জনপ্রিয় গায়িকা ও ল্যাটিন গ্রামি জয়ী মারিলিয়া মেনডোসা শুক্রবার কনসার্টে যাওয়ার পথে বিমান দুর্ঘটনা নিহত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।
মেনডোসার প্রেস অফিস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, এ সময় মেনডোসা ছাড়া আরও চার জন মারা যান।
বিমানটি মেনডোসার হোমটাউন গৈনিয়া ও কারাটিংগা শহরের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। এর আগে বিকালে বিমানটির দিকে হেঁটে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় এই গায়িকা।
আরও পড়ুন: মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ২
মিনাস গেরৈস স্টেট সিভিল পুলিশও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
মেনডোসার প্রায় দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবরে ব্রাজিলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখার্জি আর নেই
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার এক টুইট বার্তায় মেনডোসার মৃত্যু নিয়ে লেখেন, ‘আমি বিশ্বাস করতে রাজি নই।’
এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোও জনপ্রিয় এই গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পুরো জাতি সংবাদটি শোক হিসেবে নিয়েছে।’
২ বছর আগে
কোপার শিরোপা মেসির হাতে
ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ২০২১ এর শিরোপা জিতল আর্জেন্টিনা। রিও দি জেনেইরো’র মারাকানা স্টেডিয়ামে রবিবার ভোর ৬টায় ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলে নেইমারের ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা।
ম্যাচ শেষ হবার সাথে সাথে মেসিকে ঘিরে শিরোপার উচ্ছ্বাসে মেতে উঠে পুরো আর্জেন্টিনা দল।
খেলার ২২ মিনিটে ৩৩ বছর বয়সী পিএসজি তারকা ডি মারিয়ার দারুণ শটে এগিয়ে যায় আর্জেন্টিনা।
টুর্নামেন্টে ব্রাজিল মাত্র তিনটি গোল হজম করে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার গোল পরিশোধের চেষ্টা করলেও আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তার সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
আরও পড়ুন: কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
ফাইনালে মেসির পারফরম্যান্স টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর মতো ছিল না। টুর্নামেন্টে তিনি চারটি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আর পাঁচটি গোল। খেলার ৮৮তম মিনিটে মেসির গোল করার ভালো সুযোগ ছিল, কিন্তু ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনকে তিনি পরাস্ত করতে পারেন নি।
সব মিলিয়ে জাতীয় দলের হয়ে মোট চারটি ফাইনাল হারের পর পাঁচে এসে অপেক্ষা ঘুচল লিওনেল মেসির। এটি তার প্রথম মেজর আন্তর্জাতিক শিরোপা।
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
৩ বছর আগে
পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। মঙ্গলবার ভোরে রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে গতবারের রানার্সআপ পেরুকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল তিতের শিষ্যরা।
ফাইনাল নিশ্চিত হবার পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেন, ‘আমি ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চাই। সেখানে আমার অনেক ভালো বন্ধু রয়েছে। তবে, ফাইনালে ব্রাজিলই জিতবে।’
খেলার প্রথমার্ধেই দৃষ্টিনন্দন ফুটবলের উপহার দিয়েছে ব্রাজিল। ৩৫ মিনিটে অধিনায়ক নেইমারের পাসে পাকুয়েটার গোলে ব্রাজিল এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করলেও হার এড়াতে পারেনি পেরু।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
এনিয়ে কোপায় ২১তম বারের মতো ফাইনালে উঠল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপায় শিরোপা জিতেছে নয়বার।
খেলায় বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও প্রাধান্য দেখায়। তাদের নেয়া ১৫ শটের আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পেরু সাতটি শট নিয়ে মাত্র দুটি রাখতে পারে লক্ষ্যে। দু’দলই সমান তিনটি করে কর্নার পায়।
আরও পড়ুন: জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু
কোপার গতবারের ফাইনালে নিজেদের মাঠে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারের আসরের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দুই দলের। ওই লড়াইয়ে ৪-০ গোলে হারিয়েছিল নেইমার-থিয়াগো সিলভারা।
আগামী ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে কোপার দশম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।
আরও পড়ুন: টটেনহাম থেকে বহিষ্কার হলেন কোচ মরিনহো
এদিকে আগামীকাল বুধবার কোপার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া পরস্পরের মুখোমুখি হবে।
৩ বছর আগে
নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলে হারাল ব্রাজিল
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে তারকা ফুটবলার নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
৪ বছর আগে
প্রথমবারেরর মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে পিএসজি।
৪ বছর আগে
নেইমারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ব্রাজিলের মডেল কন্যা
রিও ডি জেনেরিও, ১২ সেপ্টেম্বর (এপি/ইউএনবি)- ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের অংশ হিসেবে বুধবার ব্রাজিলের মডেল কন্যা নাজিলা ত্রিনদাদের সাক্ষ্য নিয়েছে রিও ডি জেনেরিও পুলিশের সাইবার অপরাধ ইউনিট।
৫ বছর আগে
বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন নেইমার
স্পেন, ২৮ আগস্ট (এপি/ইউএনবি)- ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের দলবদল নিয়ে জোর আলোচনা চলছে ইউরোপিয়ান ফুটবলে। শেষ পর্যন্ত কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন নেইমার তা নিয়ে ফুটবল প্রেমীদেরও ব্যাপক আগ্রহ।
৫ বছর আগে
জয় দিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের শুভ সূচনা
সাও পাওলো, ১৫ জুন (এপি/ইউএনবি)- বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ৪৬তম আসরে শুভ সূচনা করেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন মিডফিল্ডার ফিলিপে কুতিনহো।
৫ বছর আগে
ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা
সাও পাওলো, ১৪ জুন (এপি/ইউএনবি)- ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা।
৫ বছর আগে