চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে পিএসজি।
অপরদিকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে একের পর এক বিস্ময়ের জন্ম দেওয়া জার্মান ক্লাব লাইপজিগের পথচলা শেষ হলো এখানেই।
পিএসজির হয়ে গোল তিনটি করেছেন- ব্রাজিলের মার্কিনহোস, আর্জেন্টিনার অ্যানহেল ডি মারিয়া ও স্পেনের হুয়ান বের্নাত।
ম্যাচের শুরুতে মার্কিনিয়োসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন হুয়ান বের্নাত।
এর আগে কথনো ফাইনাল না খেলা পিএসজিকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছতেই সন্তুষ্ট থাকতে হতো। এবার সেই পিএসজি-ই চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে।
দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁ। এই ম্যাচের বিজয়ীর বিপক্ষে আগামী রবিবার শিরোপা লড়াইয়ে নামবে টমাস টুখেলের দল।