মেলবোর্ন
মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’ নামে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী।
এতে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ১৯টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আরও পড়ুন: ঢাকা থেকে মেলবোর্নে দ্বিতীয় ফ্লাইট নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া
রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করছে ১৫টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান।
এছাড়া তৈরি পোশাক ও গৃহসজ্জাসহ চারটি অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।
মেলবোর্নে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর তাহলীল দেলাওয়ার মুন ও কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা।
এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৯০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুইবার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
আরও পড়ুন: মেলবোর্নে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের পতাকার রঙে সাজল ক্যানবেরা
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে মেলবোর্নে বুধবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সুপার টুয়েলভে আগের ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা করে ইংল্যান্ড। অপরদিকে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে সুপার টুয়েলভ মিশন শুরু করেছে আইরিশরা।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক ও অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড
আয়ার্যলান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল
২ বছর আগে
২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭ শহর ভ্রমণ
পুরো একটি বছর পার করে আবারো বসতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের আসর। তাও আবার মন্ত্রমুগ্ধ কর দ্বীপ দেশ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ৭টি সুন্দর শহরে (সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, জীলং, হোবার্ট, পার্থ এবং ব্রিসবেন) আয়োজিত হবে বিশ্বনন্দিত ক্রিকেট উৎসবের ৮ম আসর। শুধু স্টেডিয়াম-ই নয়, ভ্রমণপিপাসু ক্রিকেটপ্রেমিদের জন্য অনেক চমক নিয়ে অপেক্ষা করছে ওশেনিয়া মহাদেশের এই বৃহত্তম দেশটি। সূর্যস্নাত সৈকত এবং মনোরম বন থেকে শুরু করে বিদেশি বন্যপ্রাণী ক্রিকেট ভক্তদের সফরটিকে নিমেষেই পরিপূর্ণ করে তুলতে পারে। শহরগুলোর নান্দনিকতা এবং প্রাণবন্ত সংস্কৃতি প্রতিটি ভ্রমণকারির উপলব্ধ অভিজ্ঞতা চিরস্মরণীয় করে রাখতে পারে। সেই সূত্রে, অস্ট্রেলিয়ামুখী পরিব্রাজকদের উদ্দেশ্যেই ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক অস্ট্রেলিয়ার ৭টি শহরের বিস্তারিত নিয়ে এবারের নিবন্ধ।
২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭টি শহর
অ্যাডিলেড
সংস্কৃতি, খাবার, উৎসব এবং বিনোদনে ভরপুর অ্যাডিলেড মানেই ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন উৎসবের আমেজ আর নতুন নতুন সব মজার অভিজ্ঞতা।
অভ্যন্তরীণ-শহরের মুল দর্শনীয় স্থানগুলো সব পায়ে হাটা দূরত্বে। ঝকঝকে শহরতলি থেকে ২০ মিনিট এগোলেই দৃশ্যমান হতে শুরু করবে সৈকত ও পাহাড়ের প্রাকৃতিক বিস্ময়গুলো। স্টেডিয়াম ওভালের দক্ষিণে হাল্কা ম্যারাথন করলেই পৌছে যাওয়া যাবে অপূর্ব রিভারব্যাঙ্ক ব্রিজ এবং নতুন পুনর্নির্মিত ফেস্টিভাল সেন্টারে। অ্যাডিলেড বোটানিক গার্ডেন এবং ন্যাশনাল ওয়াইন সেন্টার পেরনোর সময় চোখে পড়বে উত্তর টেরেসের সাংস্কৃতিক বুলেভার্ড বরাবর দক্ষিণ অস্ট্রেলিয়ার আর্ট গ্যালারি, স্টেট লাইব্রেরি এবং দক্ষিণ অস্ট্রেলিয়ান যাদুঘর।
অ্যাডিলেড সেন্ট্রাল মার্কেট দক্ষিণ গোলার্ধের মধ্যে বৃহত্তম। শহরের রাস্তাগুলো ভোজনশালায় ভরা। ইতালীয়-অনুপ্রাণিত অস্টেরিয়া ওগি এবং ফুগাজি থেকে শুরু করে আফ্রিকোলায় খাবারের পসড়া, শোবোশোর গুঞ্জন এবং ফিশব্যাঙ্কে পরিশ্রুত সামুদ্রিক খাবার। রান্ডেল, হাট, এবং গাউজার রাস্তাগুলো রাতের খাবারের জন্য নির্ধারিত।
অ্যাডিলেড ভিত্তিক দর্শনার্থীদের জন্য ডে-ট্রিপ এবং সাপ্তাহিক ছুটির সুযোগ প্রচুর। ক্যাঙ্গারু দ্বীপের প্রাকৃতিক নৈসর্গে প্রাচীন পৃথিবীর খোঁজে হারিয়ে যেতে সাদরে আমন্ত্রণ জানায় ফ্লিন্ডার রেঞ্জ এবং আউটব্যাক। আর এখানকার নিখুঁত সৈকত এবং ফ্লিন্ডার চেজ ন্যাশনাল পার্কের মধ্যে কোনটা আগে দেখবেন, তা নিয়ে পর্যটকরা প্রায়ই দ্বিধায় পড়ে যান।
পড়ুন: আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশ দলের সোয়াট (SWOT) বিশ্লেষণ
ব্রিসবেন
ভূরিভোজন করানোর দিক থেকে এই শহরের রেস্তোরাঁগুলোও পিছিয়ে নেই। তবে তার আগে অবশ্যই আউটডোর কার্যক্রমগুলো শেষ করে নিতে হবে। কারণ সেগুলো নিরতিশয় রোমাঞ্চকর। অ্যাবসেইলিং, স্টোরি ব্রিজে আরোহণ, হেলিকপ্টারে দ্বীপ ভ্রমণ বা নৌকায় করে পিকনিক করতে যেয়ে বেশ হাপিয়ে উঠতে হবে। ব্রিসবেনের ৫-তারকা বিলাসবহুল হোটেল বা আকাশক্ষত তারার নিচে ক্যাম্পিং নিমেষেই ভুলিয়ে দিতে পারে সেই ক্লান্তি।
২ বছর আগে
২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষণমুক্ত ১০ শহর
যে কণাগুলো বাতাসে ভেসে বায়ু দূষণ করে, সেগুলো এতটাই ক্ষুদ্র থাকে যে খালি চোখে দেখা সম্ভব নয়। এই কণাগুলোর নাম পার্টিকুলেট ম্যাটার(পিএম)। এর একটি ক্যাটাগরি পিএম২.৫ এমন একটি কণা, যার ব্যাস ২.৫ মাইক্রোমিটারের কম, অর্থাৎ মানুষের চুলের চেয়ে ১০০ গুণের বেশি পাতলা। আইকিউএয়ার বিশ্বব্যাপী এই পিএম২.৫ দ্বারা দূষিত বায়ুর শহরগুলোর র্যাঙ্কিং নিয়মিত সরাসরি আপডেট করে। সেই লাইভ থেকে ২০২১ এর ৬ ডিসেম্বর দুপুর দেড়টার আপডেট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষণমুক্ত দশটি শহরের বিস্তারিত নিয়ে আজকের ফিচার।
২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষণমুক্ত ১০ টি শহর
১। সল্টলেক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
২। ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র
৩। সিডনি, অস্ট্রেলিয়া
৪। নাগোয়া, জাপান
৫। মেলবোর্ন, অস্ট্রেলিয়া
৬। অসলো, নরওয়ে
৭। লিয়ন, ফ্রান্স
৮। ভ্যানকুভার, কানাডা
৯। ক্যানবেরা, অস্ট্রেলিয়া
১০ হেলসিঙ্কি, ফিনল্যান্ড
দেশগুলোর বাতাসের গুণাগুণ সূচক নির্ণয় পদ্ধতি
শহরের বাতাসে বায়ু দূষণকারী পদার্থের ঘনত্বের উপর ভিত্তি করে বাতাসের গুণাগুণ সূচক বা একিউআই নির্ণয় করা হয়ে থাকে।
সূচকটি বাতাসের প্রতি ঘন মিটারে থাকা বায়ু দূষণকারী পদার্থের সংখ্যা নির্দেশ করে। এখানে সূচকের নির্ধারক হিসাবে পিএম২.৫ পরিমাপ ব্যবহার করে একিউআই নিরীক্ষণ করা হয়। কারণ এই পদ্ধতিটি ব্যাপকভাবে স্বীকৃত এবং পিএম২.৫ মানবদেহের জন্য সবচেয়ে বিপজ্জনক বায়ু দূষণকারী পদার্থ। বাতাসের গুণগত মানকে ছয়টি আলাদা বিভাগে ভাগ করা হয়, যেখানে সেই সূচক এবং বায়ু দূষণকারী পিএম২.৫ এর ঘনত্বের সীমা নির্দেশ করা থাকে। এক কথায় কোন শহরের ক্ষেত্রে এই সূচক ও পিএম২.৫ এর ঘনত্ব যত বাড়বে, সেই শহর তত বেশি দূষিত বলে বিবেচিত হবে।
শূন্য থেকে ৫০০ পর্যন্ত বায়ুর গুণাগুণ সূচককে ছয়টি বিভাগে আলাদা সীমায় ভাগ করা হয়েছে। এর মধ্যে শূন্য থেকে ৫০ এর সীমা সবচেয়ে ভাল সূচক নির্দেশ করে। সূচকের মান ৩০০ ছাড়ালে বাতাসের অবস্থা সবচেয়ে বিপজ্জনক বিবেচনা করা হয়।
আরও পড়ুন: বায়ুদূষণ: ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
পিএম২.৫ প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রাম দ্বারা পরিমাপ করা হয় (মাইক্রোগ্রাম/মিটার৩)। ইউএস-এর পরিবেশ রক্ষা এজেন্সি ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, ১২.০ মাইক্রোগ্রাম/মিটার৩ এর বেশি যে কোনো ঘনত্বের পিএম ২.৫ মানবদেহের জন্য বিপজ্জনক।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, পিএম২.৫ এর মাত্রা ৫ মাইক্রোগ্রাম/মিটার৩ এর বেশি হওয়া উচিত নয়। বছরে তিন চার দিনের বেশি সময়ের ক্ষেত্রে গড় ঘনত্ব ১৫ মাইক্রোগ্রাম/মিটার৩ এর বেশি হওয়া উচিত নয়।
শীর্ষস্থানীয় দূষণমুক্ত দেশগুলোতে বাতাসের গুণাগুণ
উপরোল্লিখিত দূষণমুক্ত দেশের সবগুলোরই পিএম২.৫ ঘনত্ব ১২-এর কম এবং একিউআই পঞ্চাশের নিচে। দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পিএম২.৫ ঘনত্বের শহর জাপানের নাগোয়া, যার বাতাসে পিএম২.৫ এর ঘনত্ব ১০ মাইক্রোগ্রাম/মিটার৩। আর ইউএসএ’র সল্টলেক সিটিতে পিএম২.৫ এর ঘনত্ব সবচেয়ে কম; ০.৪ মাইক্রোগ্রাম/মিটার৩।
একিউআইয়ের দিক থেকে সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার ও জাপানের নাগোয়া; ৪১। আর একিউআই ২ নিয়ে শীর্ষস্থানীয় দূষণমুক্ত অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটি।
একিউআই অনুযায়ী বায়ু দূষণ সূচকে ঢাকার অবস্থান
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু গুণাগুণ সূচক ৫৯ এবং বাতাসে পিএম২.৫ এর ঘনত্ব ১৫.৯ মাইক্রোগ্রাম/মিটার৩। অর্থাৎ এখন ঢাকার বায়ূ দূষণ সহনীয় পর্যায়ে আছে। বিগত তিন দিন একিউআইয়ের অস্বাস্থ্যকর পরিবেশের তালিকায় ছিলো ঢাকা। এমনকি আগামী দিনগুলোর আবহাওয়া যাচাই করে অবস্থার আরও অবনতির পরিসংখ্যান দেখিয়েছে আইকিউএয়ার। এছাড়া গত ২১ থেকে ২৩ নভেম্বর যথাক্রমে ২০৪, ২৪৭ ও ২৪৮ একিউআই সূচক নিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে ছিলো।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সস্তা ১০ শহর
পরিশিষ্ট
শ্বাস নেবার সময় মানুষ সাধারণত প্রতিদিন প্রায় তিন হাজার গ্যালন বাতাস গ্রহণ করে। তাই যখন বায়ু দূষণের কথা আসে, তখন সবাই অসহায় হয়ে যায়। বায়ু দূষণের জন্য বিশ্ব জুড়ে প্রতি বছর মারা যাচ্ছে ৪২ লক্ষ মানুষ। পিএম২.৫ শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসের গভীরে এমনকি রক্তে প্রবেশ করে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। এই কণাগুলি বায়ুমণ্ডলে সঞ্চালিত জ্বালানী পোড়ানো, রাসায়নিক বিক্রিয়ার ফলে গঠিত হয় যার সবগুলোই মানুষ সৃষ্ট কারণ। এই পিএম২.৫ কে কেন্দ্র করেই নিত্যদিন সর্বশেষ বায়ু দূষণ অবস্থার আপডেট জানিয়ে বছর শেষে বিশ্ব জুড়ে দুষিত শহরগুলোর চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করে আইকিউএয়ার। ২০২০ এর সবচেয়ে দূষণমুক্ত শহর ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান শহর ওয়েইমিয়া।
৩ বছর আগে
১২০ নাগরিককে ফিরিয়ে নিতে ১৩ জুন অস্ট্রেলিয়ার বিশেষ ফ্লাইট
বাংলাদেশ থেকে ১২০ নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নিতে ১৩ জুন বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
৪ বছর আগে
ঢাকা ছাড়লেন আরও ২২০ অস্ট্রেলিয়ান নাগরিক
আরও ২২০ অস্ট্রেলিয়ান নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে শনিবার ভোরে মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
৪ বছর আগে